জুমার নামাজ পড়ানোর পর থেকে ইমাম নিখোঁজ, ঝুলন্ত লাশ মিলল গাছে

একুশে জার্নাল

একুশে জার্নাল

অক্টোবর ১৯ ২০১৯, ২২:১৪

গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায় সুদের ব্যবসার টাকা লেনদেনকে কেন্দ্র করে আবুল কালাম আজাদ (৪৫) নামের এক মসজিদের ইমামকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

আজ শনিবার সকালে উপজেলার গোবিন্দ দেবোত্তর বিলে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই ইমামের লাশ উদ্ধার করা হয়। বার্তা সংস্থা ইউএনবি এ খবর জানিয়েছে।

নিহত আবুল কালাম আজাদ সাদুল্লাপুরের উত্তরপাড়া গ্রামের বাসিন্দা।

স্বজনরা জানান, গতকাল শুক্রবার মসজিদে জুমার নামাজ পড়ানোর কথা বলে বাড়ি থেকে বের হন আজাদ। নামাজ শেষে তাঁকে স্থানীয় দাদন ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন, রেজাউল ইসলাম ও রাজু মিয়া ডেকে নিয়ে যান। তাঁদের সঙ্গে আজাদের সুদের টাকার লেনদেন নিয়ে দীর্ঘদিন ধরে মতবিরোধ চলছিল। রাতে বাড়ি না ফেরায় বাড়ির লোকজন আজাদের খোঁজ করতে থাকে। পরে আজ সকালে তাঁর লাশ গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

পরিবারের দাবি, সুদের টাকার লেনদেনকে কেন্দ্র করে আজাদকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবদুস সোবাহান জানান, আপাত দৃষ্টিতে বিষয়টি আত্মহত্যা মনে হলেও ময়নাতদন্ত রিপোর্টে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।