জীবনটা আসলে কী?

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ১০ ২০১৯, ১৭:৫৪

ফারজানা ইসলাম নিশি

জীবন মানেই যুদ্ধ
জীবন মানেই সংগ্রাম।।
কেউ কেউ এই সংগ্রামে টিকে থাকে
কেউবা ব্যর্থতা নিয়ে বেঁচে থাকে।
একেকজনের জীবনের গল্প একেক রকম
কেউ ছোট থেকেই সংগ্রাম করে এখনো করেই চলছে
কউবা প্রেমের টানে ব্যর্থ হয়ে অগোছালো আচমকা জীবন পাড়ি দিচ্ছে
কেউবা পাগল হয়ে রাস্তায় ঘুড়ছে
কেউবা আবার মাতৃত্বের দোহাই এ সংসারিক হয়ে যাচ্ছে
কেউবা আবার পরিবারের দারিদ্র্তার কারণে সংগ্রাম করেই চলছে।
কেউবা দু ‘মোঠো ভাতের জন্য সারাদিন রোদে পুড়ে,হাতে ইটের গড়া নিয়ে অন্যের দালান তুলছে।
কেউবা বড় বড় প্রফেশনে কাজ করছে।
কেউবা দারিদ্র্যতার দায়ে মেধাবী হয়ে পড়াশোনাটাই আর করতে পারলো না
আবার কোনো বড় লোকের আদুরে সন্তানরা দিনের পর নাইট পার্টি করে বেড়াচ্ছে,
সত্যি বলতে কি আসলে পৃথিবীর জমিনে কেউ কি সুখে আছে?
কেউ সুখে নেই
সবাই সংগ্রাম করেই টিকে আছে, অনেক বড় হচ্ছে, দালান গড়ছে,গাড়িতে চড়ে বেড়াচ্ছে কিনতু কি জানেন টাকা মানুষকে সবথেকে বেশি অভাবের কষ্টটা বুঝিয়ে দেয়।
যার টাকা আছে তার আরো দরকার
যার নেই তার ও দরকার।
অভিনয় সবি অভিনয়
কেউ কষ্টের অভিনয় করছে
কেউবা সুখে থাকার অভিনয় ।বলা যেতে পারে কেউ সুখের হিরো, কেউবা দারিদ্র্যতার হিরো।
আর দ্রারিদ্রের হিরোকেই স্যালুটটা দেওয়া হয়ে হয় সবসময়।
আর পৃথিবীতে সত্যিকারের মানুষ তারাই যারা টিকে আছে,সংগ্রাম করে পথ পাড়ি দিচ্ছে।
সত্যি বলতে জীবনে টিকে থাকাটাই আসল।
সংগ্রামে ব্যর্থ হয়ে সোসাইড করার নাম জীবন নয়,।
জীবন নয় হতাশার, জীবন নয় কলঙ্কের
জীবনই হলো করুন ট্রাজেডি থেকে বের হয়ে এসে নিজেকে টিকিয়ে রাখা।
ক্ষনস্হায়ী আবেগ নয় বাস্তবতাকে মেনে নেওয়ায় হলো জীবন
জীবনকে উপভোগ করতে হলে সংগ্রাম করুন
কঠোর পরিশ্রম করুণ
দুঃখকে বলবেন না যে আমার দুঃখ আছে
বরং দুঃখকে বলুন আমি মেনে নিয়ে মোকাবেলা করতে প্রস্তুত।
সাকসেস হতে কে না চাই?
সবাই তো হতে চাই।
যার জন্য সাধনার প্রয়োজন,সংগ্রাম প্রয়োজন
আবেগের বহিঃভূত হয়ে কান্নাকাটি করে নিজেকে শেষ করে নয়।
আশা রাখুন,সংগ্রাম করুন
একদিন সাকসেস আসবেই।
জীবনে সেই সাকসেস হতে পারে যে জীবনের সংগ্রামে টিকে থাকতে পারবে
যার জন্য মনের শক্তি সঞ্চিত করুন।
ভালো থাকুন জীবন যুদ্ধে টিকে থাকা সৈনিকেরা।
টিকে থাকুন, বেঁচে থাকুন,
জীবন ভরে।