জাগ্রত অনুভূতি

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুলাই ১০ ২০১৯, ১৭:২০

 

“জাগ্রত অনুভূতি”

খোরশেদ আলম বিপ্লব

তোমাকে যে চেয়েছে
ভুলে দেহ মন একদিন,
সেই জানে তোমায় ভুলে
যাওয়া কতটা কঠিন।

আমিতো মানুষ নই দিব্বি
বেঁচে আছে জাগ্রত অনুভূতি,
শুধু তোমার ভালবাসায়
বাকিটা পথ চলার নিত্য আকুতি।

অপূর্ণতায় ভরা স্বপ্ন তরী
শতত জেনেও আপনায় আছে,
ছাড়ানো যাবে নাকো কভু
যে আছে দেহ তটে মিশে।

কি অদৃশ্য যোগ সূত্রে গাঁথা
মানসপটে ভালোলাগার নিত্য কথা,
নিরন্তন গেয়ে চলা অবিনাশী গান

ভাবনায় তুমি বিহীন বড্ড একা।

ভোরের স্নিগ্ধ আলো পেরিয়ে
সন্ধ্যার অবসানে ঘন কালো রাত্রি,
শয়নে কিংবা ধ্যানে তুমিহীন বৃথা
আমিই হব তোমার শেষ যাত্রা যাত্রী।