জমে উঠেছে সাতক্ষীরার কেরালকাতা ইউপির উপ-নির্বাচন: নৌকার প্রত্যাশায় ২ প্রার্থী

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

সেপ্টেম্বর ২১ ২০২০, ১৮:৫৮

রেজওয়ান উল্লাহ,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৮নং কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ দলীয় দুই নেতা নৌকা প্রতীক চেয়ে দলীয় মনোনয়নপত্র সংগ্রহের পর রাজধানী ঢাকার দলীয় কার্যালয়ে জমা দিয়েছেন। মনোনয়ন প্রত্যাশী দুই সম্ভাব্য প্রার্থী হলেন আব্দুর রউফ ও স.ম মোরশেদ আলী ভিপি।

ঢাকার ধানমন্ডী ৩/এ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে রবিবার অফিস চলাকালীন সময়ে ওই মনোনয়ন পত্র জমা দেয়া হয়েছে বলে উভয় প্রার্থীর পক্ষ থেকে জানানো হয়। জানা গেছে, নৌকা প্রতীকের প্রত্যাশায় সম্ভাব্য প্রার্থী হিসেবে কেরালকাতা ইউনিয়নের সদ্য প্রয়াত চেয়ারম্যান আব্দুল হামিদ সরদারের ছোট ভাই কেরালকাতা ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সরদার আব্দুর রউফ মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সেসময় উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, কেরালকাতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার হাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও জয়নগর ইউপি চেয়ারম্যান ছামসুদ্দীন আল মাসুদ বাবু।

অনুরূপভাবে উপজেলা আওয়ামী লীগের সহ.সভাপতি, কেরালকাতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান স.ম মোরশেদ আলী নৌকা প্রতীকের প্রত্যাশায় মনোনয়নপত্র জমা দিয়েছেন।

তাঁর সাথে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবি ও কেরালকাতা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মশিয়ার রহমান বাবু।

এদিকে, ওই উপ নির্বাচনে চেয়ারম্যান পদে অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থী ও নির্দলীয়ভাবে অনেকেই প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বলে জানা গেছে।

উল্লেখ্য, কলারোয়ার ৮নং কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ সরদারের মৃত্যুতে ওই পদটি শূন্য হয়।

১৪ সেপ্টেম্বর বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের একটি চিঠির বরাত দিয়ে ১৫ সেপ্টেম্বর কলারোয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মনোরঞ্জন বিশ্বাস স্বাক্ষরিত একটি চিঠিতে কেরালকাতা ইউনিয়ন পরিষদের শুন্য চেয়ারম্যান পদে সাধারণ/উপ-নির্বাচন অনুষ্ঠানের তফসিল ঘোষণা করা হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী-মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৩ সেপ্টেম্বর, রির্টানিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাই ২৬ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৩ অক্টোবর এবং ভোট গ্রহণের তারিখ ২০ অক্টোবর ২০২০।