জবিতে ভাস্কর্য ও মুর‌্যাল রক্ষার্থে সার্বক্ষণিক নিরাপত্তা জোরদার

একুশে জার্নাল

একুশে জার্নাল

ডিসেম্বর ০৬ ২০২০, ২৩:১৫

জবি প্রতিনিধিঃ  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের(জবির) ‘৭১ এর গণহত্যা ও মুক্তিযুদ্ধের প্রস্তুতি’ নামক ভাস্কর্য ও জাতির জনকের মুর‌্যাল ঘিরে পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে।

রবিবার(৬ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শান্তচত্বরে অবস্থিত ভাস্কর্যটি ও বিশ্ববিদ্যালয়ের মেইন ফটকের পাশে অবস্থিত জাতির জনকের মুর‌্যাল ঘিরে পুলিশের নিরাপত্তা ব্যবস্হা দেখা যায়।

নিরাপত্তা জোরদারের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আমাদের ক্যাম্পাসের নিরাপত্তা বাহিনী বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্যের নিরাপত্তায় নিয়োজিত আছে,যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।এছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে আগে থেকেই গাড়ীসহ একদল আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে। তারপরেও আমরা নতুন করে পাচঁজন পুলিশ নিরাপত্তার স্বার্থে নিয়োগ দিয়েছি।

উল্লেখ্য যে,দেশে কয়েকদিন ধরে ভাস্কর্য নিয়ে উত্তাপ ছড়ানোর চেষ্টা করছে কয়েকটি ইসলামপন্থী সংগঠন। এদিকে শনিবার কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি নির্মাণাধীন ভাস্কর্যে অজ্ঞাত দুর্বৃত্তরা ভাঙচুর চালায়।