ছেলের খুনীদের বিচারের দাবীতে আমরণ অনশনে বসেছেন রায়হানের মা

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

অক্টোবর ২৫ ২০২০, ১৭:৫৪

সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সামনে আজ (রবিবার) সকাল থেকে আমরণ অনশনে বসেছেন পুলিশ হেফাজতে থাকা অবস্থায় মৃত্যু হওয়া রায়হান আহমেদের মা সালমা বেগম।

বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সামনে সকাল ১১ টা থেকে রায়হানের মা সালমা বেগমসহ আখালিয়া এলাকার কয়েকজন বাসিন্দা এবং রায়হানের পরিবারের কয়েকজন সদস্য অনশন কর্মসূচি শুরু করেন।

রায়হানকে নির্যাতন করে হত্যা করার দায়ে মূল অভিযুক্ত পুলিশের উপপরিদর্শক আকবর হোসেন বাকি অভিযুক্তরা গ্রেফতার না হওয়া পর্যন্ত এই অনশন অব্যাহত রাখা হবে বলে জানা গেছে।

অনশনে অংশ নেয়া ব্যক্তিদের হাতে অভিযুক্ত পুলিশ সদস্যদের গ্রেফতারের দাবি সম্বলিত প্ল্যাকার্ড ছিল।

১১ই অক্টোবর রায়হান আহমেদ পুলিশের হেফাজতে থাকাকালীন অবস্থায় নির্যাতনে মারা যায় বলে অভিযোগ ওঠে।

ঘটনার পরপরই পুলিশের একটি বিভাগীয় তদন্ত হওয়ার পর প্রধান অভিযুক্ত এস আই আকবর হোসেন সিলেট বন্দরবাজার পুলিশ ফাঁড়ির মোট চারজন সদস্যকে সাময়িক বরখাস্ত ও প্রত্যাহার করা হয়। রায়হান মারা যাওয়ার পর থেকেই পলাতক রয়েছেন আকবর হোসেন।

ঐ ঘটনার পর একদফা ময়নাতদন্ত শেষে রায়হানকে কবর দিয়ে দেয়া হলেও পরে কবর থেকে তুলে লাশ দ্বিতীয় দফায় ময়নাতদন্ত করা হয়। ময়নাতদন্তে তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যাওয়ার কথা জানায় মামলার তদন্তকারী সংস্থা।