ছিনতাইয়ের ঘটনার ৫ দিন পরও মামলা নেয়নি থানা পুলিশ

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মে ০১ ২০২০, ১৩:৫৪

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের উত্তর চাষাড়ার বাসিন্দা গার্মেন্ট ব্যবসায়ী ইসমাইল হোসেন পাঁচ দিন যাবত আহত অবস্থায় থানায় আসা যাওয়া করেও কোন সমাধান পাননি।

ভুক্তভোগী ইসমাইল হোসেন সদর থানার মা গার্মেন্টসের মালিক। তিনি বলেন, গত ২৬ এপ্রিল রবিবার আমি বিভিন্ন জনের থেকে পাওনা টাকা সংগ্রহ করে ১ লক্ষ ৩৯ হাজার টাকা গার্মেন্টসে রাখি। পরদিন আমার শ্রমিকদের বেতন দেয়ার কথা ছিল। গার্মেন্টসে নিরাপদ নয় ভেবে রাতে ফিরার পথে টাকা সাথে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হই। পথিমধ্যে মাউরা পট্টি এলাকায় কিছু ছিনতাইকারী আমার পথ রোধ করে। আমি তাদেরকে বাধা দিলে তারা আমাকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। পরে চিৎকার শুনে লোকজন জড়ো হলে তারা ঘটনাস্থল ত্যাগ করে।পরে আমি তৎক্ষণাৎ থানায় ফোন করলে টহলরত পুলিশ টীম ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি বলে জানান।

পরদিন ছিনতাইকারীরা পুলিশ আসার খবর পেয়ে ২০/২৫ জন মিলে আমার বাড়িতে হামলা করে। এসময় আমার ছোট ভাই ইশাকে সামনে পেয়ে তাকেও মারধর করে। তারা আমার বাড়ির লোহার গেটে ইট নিক্ষেপ করলে একটি ইট ফিরে গিয়ে তাদের দলের আরিফ নামের এক সন্ত্রাসীর মাথায় লেগে ফেটে যায়।এ ঘটনায় তারা উল্টো আমার নামে মিথ্যা মামলা দেয়ার হুমকি দেয়।

এ ভুক্তভোগী ব্যবসায়ী বলেন, আমি প্রতিনিয়ত থানায় মামলা দায়ের করতে চেষ্টা করেও ব্যর্থ হই। তারা মামলা নিতে অনিহা প্রকাশ করেছেন বলেও অভিযোগ করেন ভুক্তভোগী ইসমাইল।

এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন‌‌‌ বলেন, প্রতিদিন এমন অসংখ্য ঘটনা ঘটে।এক একজন তদন্ত অফিসার এক এক ঘটনার তদন্ত করেন। তবে ভুক্তভোগী আমার সাথে যোগাযোগ করলে ভালো হতো। তারপরও আমি তদন্ত অফিসারকে সঠিক তদন্তের মাধ্যমে ব্যবস্থা নিতে বলে দেব।