ছাতকে বন্যা পরিস্থিতির উন্নতি: সড়ক যোগাযোগ এখনো বিচ্ছিন্ন

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুলাই ১৪ ২০২০, ২১:৪৯

ছাতকে গত দু’দিনে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। সুরমা, চেলা ও পিয়াইন নদীর পানি এখনো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

শহর ও গ্রামাঞ্চলের ঘরবাড়ী থেকে বন্যার পানি নামতে শুরু হয়েছে। তবে উপজেলার নিম্নাঞ্চলের ঘরবাড়ীতে এখনো বন্যার পানি রয়েছে। বিচ্ছিন্ন রয়েছে সড়ক যোগাযোগ। মঙ্গলবার বিকাল পর্যন্ত পৌরসভা সহ উপজেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে এখনো রয়েছেন হাজারো মানুষ। উপজেলার দেড় লক্ষ মানুষ এখনো পানিবন্দী রয়েছেন। মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

এদিকে বন্যা দূর্গতদের মাঝে সরকারি ও বেসরকারিভাবে ত্রান সামগ্রী পৌছে দেয়া হচ্ছে। ছাতক উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম কবির জানান, বন্যায় পৌরসভা সহ উপজেলার ১৩ টি ইউনিয়নের মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে। আশ্রয়কেন্দ্রগুলোতে এখনো মানুষ রয়েছে। বন্যার পানি কমতে শুরু করলেও স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে আরো সপ্তাহখানেক সময় লাগতে পারে।