চুক্তি বাতিল করায় আমেরিকাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে : তালেবান

একুশে জার্নাল

একুশে জার্নাল

সেপ্টেম্বর ০৯ ২০১৯, ১৬:৪৪

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক আমেরিকা-তালেবান শান্তি আলোচনা বাতিলের সিদ্ধান্তের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে আফগান তালেবান।

আজ আফগান তালেবানের মুখপাত্র বলেন, মার্কিন প্রতিনিধি দলের সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছিল আমরা চুক্তির শেষ পর্যায়ে চলে এসেছিলাম। এই সময়ে এসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনা স্থগিত করে চুক্তি বাতিল করে দিলেন।

তিনি বলেন, শান্তি আলোচনা বাতিলের কারণে সবচেয়ে বেশি ক্ষতি হবে আমেরিকার, এতেকরে তাদের বিশ্বাসযোগ্যতাও প্রশ্নের সম্মুখীন হবে।

তালেবান মুখপাত্রের মতে, এই যুদ্ধটি আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। আমরা প্রত্যাশা করি আমেরিকা যুদ্ধ শেষ করতে শান্তি পক্রিয়ায় ফিরে আসবে।

তিনি বলেন, ১৮ বছরের যুদ্ধে আমরা মার্কিনিদের এটা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, আমরা আমাদের জন্মভূমির ওপর কারো দখলদারিত্ব মেনে নেবো না।