চীন যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি দল

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ফেব্রুয়ারি ০৯ ২০২০, ১৪:৩৯

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষণা করেছে, তারা চীনে প্রতিনিধিদল পাঠাবে। নোবেল করোনাভাইরাস নিউমোনিয়ায় আক্রান্তের বিষয়ে তদন্ত করাই প্রতিনিধি দলের উদ্দেশ্য। প্রতিনিধি দল আগামী সোম কিংবা মঙ্গলবার চীনের উদ্দেশ্যে রওনা দেবে।

করোনাভাইরাসে শনিবার পর্যন্ত সারা বিশ্বে ৮১৩ জনের মৃত্যু হয়েছে। যা সার্সের ভয়াবহতাকেও ছাড়িয়েছে। ২০০৩ সালে ছড়িয়ে পড়ার পর সার্সে সারা বিশ্বে প্রাণ হারিয়েছিলেন ৭৭৪।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে এ ভাইরাস ছড়িয়ে পড়ে। তখন থেকে এটি উহান ভাইরাস ও উহান করোনাভাইরাস নামে পরিচিতি পেয়েছিল। গতকাল শনিবার সাময়িকভাবে এ ভাইরাসটির নামকরণ করা হয়েছে ‘নোবেল করোনাভাইরাস নিউমোনিয়া’, সংক্ষেপে এনসিপি। তবে চূড়ান্ত নাম কখন আসবে তা জানা যায়নি। সূত্র: সিএনএন