চীনের সিচুয়ান বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা দিবস উদযাপন

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ২৭ ২০১৯, ০৯:০১

একুশে জার্নাল ডটকম

সিচুয়ান বিশ্ববিদ্যালয় বাংলাদেশ স্টুডেন্টস্ ইউনিয়ন এর বউদ্যোগে সিচুয়ান বিশ্ববিদ্যালয়ের কমপ্রিহেনসিভ বিল্ডিং এর গ্যালারি রুমে মহান স্বাধীনতা দিবস-২০১৯ উপলক্ষ্যে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ : আজকের বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয় ৷

সফটওয়্যার ডিপার্টমেন্ট( ২০১৮ ব্যাচ) এর ছাত্র নাজমুস সাকিব ধ্রুব এর পবিত্র কোরআন তেলাওয়াত এবং সম্মিলিত ভাবে জাতীয় সংগীত পরিবশেন করা হয় ৷ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারবর্গ, জাতীয় চারনেতা, ত্রিশলক্ষ শহীদ ও দুই লক্ষ মা বোনের সম্ভ্রমহানির প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নিরবতা পালনের মধ্যে দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে সফটওয়্যার ডিপার্টমেন্ট (২০১৭ ব্যাচ) এর ছাত্র মোনায়েম আহমেদ সুহানের সঞ্চালনায় বক্তব্য রাখেন মোঃ ফুয়াদ হাসান, তৌহিদ, রিদাওন মুরসালিন, জাকির সবুজ, ইমতিয়াজ , ওহায়াহিদুজ্জামান আসিফ, কোরেঈশী রিয়াদ, আলিফ ফাহাদ, আকিব নেওয়াজ, শাকিল হোসাইন, কে.এস পাপ্পু, মামুন, মিনহাজ, মোস্তাক আহমেদ, নাজনুর বাধন, রাকিবুল ইসলাম, সৈয়দ আকাশ প্রমুখ ৷

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে স্টুডেন্টস্ ইউনিয়ন এর উদ্যোগে কুইজ প্রতিযোগীতা, আবৃত্তি, দেশাত্মবোধক গান, প্রীতি ফুটবল ম্যাচ, প্রীতি ক্রিকেট ম্যাচ, প্রীতি শর্টপিচ ক্রিকেট ম্যাচ, স্বাধীনতা কূপন ড্র অনুষ্ঠিত হয় এবং অনুষ্ঠান শেষে পুরষ্কার বিতরন করা হয় ৷

অনুষ্ঠানে বক্তরা বলেন, চীনে অবস্থান করলে ও মাতৃভূমি কে আমরা ভুলি নাই, মাতৃভূমির ইতিহাস ভুলি নাই ৷ মাতৃভূমি থেকে দূরে আছি তবে মাতৃভূমি বাংলাদেশ আমাদের বুকে রয়েছে ৷ স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন আজকের এই দিনে আমরা স্বাধীনতা রক্ষার কঠিন শপথই নিলাম৷ বিদেশের মাটিতেও যেন বাংলাদেশের ঐতিহ্য, গৌরব, সম্মান, ভাবমূর্তি অক্ষুণ্ন থাকে এই বাণী কে ধারন করেই আমরা পথ চলবো ৷