চলছে দিল্লীর বিধানসভা নির্বাচন

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ফেব্রুয়ারি ০৮ ২০২০, ১৫:০২

শনিবার (৮ ফেব্রুয়ারি) দিল্লির স্থানীয় সময় সকাল ৮টা থেকে শুরু হয়েছে দিল্লির বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। ভোটগ্রহণ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। নির্বাচনে বিধানসভার মোট ৭০টি আসনে ৬৭২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে নয়াদিল্লি আসনে সর্বোচ্চ ২৮ প্রার্থী এবং প্যাটেল নগর আসন থেকে সর্বনিম্ন ৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদিকে নির্বাচন উপলক্ষে দিল্লিজুড়ে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনীর প্রায় ৫০ হাজার সদস্য। আগামী মঙ্গলবার নির্বাচনের ফল ঘোষণা করা হবে বলে ধারণা করা হচ্ছে।

দিল্লির মোট ভোটার সংখ্যা এক কোটি ৪৮ লাখ। এবারের নির্বাচনে বর্তমান মুখ্যমন্ত্রীর অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টির সঙ্গে, কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপির লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে। যদিও বেশ কয়েকটি জরিপে দেখা গেছে, আবারো সরকার গঠন করবে আম আদমি পার্টি।