চরফ্যাশনে শীতকালীন করোনায় করণীয় শীর্ষক জলবায়ু ফোরামের সভা

একুশে জার্নাল

একুশে জার্নাল

নভেম্বর ০৪ ২০২০, ২২:৫২

মোবাশ্বের আলম চরফ্যাশন প্রতিনিধি:
বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ বিস্তার মোকাবেলায় চরফ্যাশন উপজেলা জলবায়ু ফোরামের করণীয় শীর্ষক সংগঠনের ত্রৈ- মাসিকসভায় আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। চরফ্যাশন কোস্ট ট্রাস্ট প্রশিক্ষন কক্ষে মাস্ক পরে শারীরিক দুরত্ব বজায় রেখে বুধবার (৪ নভেম্বর) বেলা ৩ টায় ভোলার চরফ্যাশন উপজেলা জলবায়ু ফোরামের সভাপতি এম আবু সিদ্দিক এর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়৷শুরুতে স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে সভাপতি সভার কার্যক্রম শুরু করেন।

এ সময় জলবায়ু ফোরামের সাধারণ সম্পাদক সামছুন্নাহার স্নিগ্ধা বিগত সভার কার্যক্রম তুলে বক্তব্য দেন। জলবায়ু ফোরামের নির্বাহী সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন লিখন,পৌর কাউন্সিলর আকতারুল আলম সামু,প্রভাষক নজরুল ইসলাম,প্রভাষক শাহানুর বেগম বিউটি, জলবায়ু ফোরামের সহ সভাপতি মনির আসলামী,প্রভাষক ফারজানা আফরোজ সখি,নারী নেত্রী মাহমুদা খানম মিলি, সমাজকর্মি আমিনুল ইসলাম, সাংবাদিক সোহেব চৌধুরী, মোঃ তরিকুল ইসলাম ও সাবিনা ইসলাম রুপা বক্তব্য রাখেন।

সভায় শীতে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের বিস্তার প্রতিরোধে চরফ্যাশনের বিভিন্ন এলাকায় জনসচেতনতা মূলক উঠান বৈঠক, করোনাভাইরাস থেকে রক্ষায় সচেতনতা মূলক প্রচার প্রচারণা , লিফলেট বিতরণ কার্যক্রমে পরিকল্পনার সিদ্ধান্ত গৃহীত হয়।

জলবায়ু ট্রাস্টের অর্থায়নে চরফ্যাশন উপজেলায় চলমান জলবায়ু সম্পর্কিত অর্থায়নে উন্নয়নমূলক কাজ সচ্ছতা নিশ্চিত করনে চলমান কাজ পরিদর্শন ও জলবায়ু রিলেটেড অর্থায়ন সমুহের কাজের টেকসই মান নিয়ে সক্রিয় থাকবে এই ফোরাম।
সার্বিক অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ভোলা জেলা কোস্ট-ট্রাস্ট এর সহকারী পরিচালক রাশিদা বেগম৷
তিনি বলেন,শীতকালে মহামারী করোনাভাইরাসের বিস্তার প্রতিরোধে আমাদের জলবায়ু ফোরামের সকলকে একত্রিত হয়ে শারীরিক ও সামাজিক দূরত্ব বজায় রেখে, স্বাস্থ্যবিধি মেনে দেশ ও দেশের মানুষের কল্যাণে জন্য কাজ করতে হবে।

করোনাকালে মানুষকে সরকারের সকল নির্দেশণা মেনে চলতে হবে।মুখে মাস্ক ছাড়া কেউ যাহাতে বাহিন হতে না পারে সেইজন্য তাদেকে প্রচারের মাধ্যমে সচেতনতার কোন বিকল্প নেই।