চরফ্যাশনে মৎস্য সপ্তাহ উপলক্ষে মাছের পোনা অবমুক্ত করেন এমপি জ্যাকব

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুলাই ৩০ ২০২০, ২২:০৮

মোবাশ্বের আলম চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে “মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী-সমৃদ্ধ দেশ গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে চরফ্যাশন সরকারি কলেজ পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন যুব ও ক্রিয়া মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি মহোদয়৷

৩০ জুলাই সকাল ১১ টায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে চরফ্যাশন মৎস্য অফিসের আয়োজনে চরফ্যাশন সরকারি কলেজ পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করণ অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলহাজ্ব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি মহোদয় বলেন প্রাণীজ আমিষের অন্যতম উৎস হলো মাছ৷ জাতির পিতা ঘোষণা দিয়েছিলেন আমাদের দেশে মাছ হবে দ্বিতীয় প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী সম্পদ৷ আমরা মাছে ভাতে বাঙ্গালী৷ আর্থসামাজিক উন্নয়নে মৎস্য খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ তাই আসুন আমরা মৎস্য চাষ করে দারিদ্র বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টি করি৷

এ সময় অন্যান্যদের মধ্যে চরফ্যাশন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবদীন আখন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ, চরফ্যাশন সরকারি কলেজের অধ্যক্ষ কায়সার আহমেদ দুলাল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্রসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷