চরফ্যাশনে জলবায়ু ফোরামের করোনা সচেতনতা মূলক প্রচারণা

একুশে জার্নাল

একুশে জার্নাল

ডিসেম্বর ০৮ ২০২০, ২৩:৫৬

চরফ্যাশন প্রতিনিধি:  ভোলা চরফ্যাশন উপজেলা জলবায়ু ফোরামের উদ্যোগে মহামারী করোনাভাইরাস জনসচেতনতায় প্রচার-প্রচারণা কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে৷

মঙ্গলবার (৮ ডিসেম্বর) বিকেল ৫ টায় চরফ্যাশন বাজার এবং আছলামপুর ইউনিয়নের কাবুগঞ্জ বাজারে চরফ্যাশন উপজেলা জলবায়ু ফোরামের উদ্যোগে ও বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ট্রাস্ট এর সহযোগিতায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে৷

এসময় চরফ্যাশন উপজেলা জলবায়ু ফোরামের সভাপতি এম আবু সিদ্দিক, সদস্য মোঃ তরিকুল ইসলাম, কোস্ট ট্রাস্ট এর সমন্বয়কারী সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷

এসময় করোনা ভাইরাস সচেতনতায় প্রচারণার মাধ্যমে জনসাধারণের মাঝে বিভিন্ন বার্তা দেওয়া হয৷ কারো জ্বর, সর্দি, কাশি কিংবা শ্বাসকষ্ট হলে পরিবার ও সমাজ থেকে দূরত্ব বজায় রেখে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে বলা হয়েছে৷

উপজেলা জলবায়ু ফোরামের সভাপতি এম আবু সিদ্দিক বলেন, শীতে আমাদের ঘোরাঘুরি, উৎসব, অনুষ্ঠান বেড়ে যায়। কিন্তু এবার শীতে যেকোনো রকম জনসমাগম, উৎসব, অনুষ্ঠান, ভিড় এড়িয়ে চলুন। উৎসব অনুষ্ঠান করতেই হলে সীমিত পরিসরে অল্পসংখ্যক মানুষ নিয়ে স্বাস্থ্যবিধি মেনে করুন। নিয়মিত মাস্ক ব্যবহার করুন৷ নিজে সুস্থ থাকি এবং পরিবারকে সুস্থ রাখি৷ এটাই আমাদের প্রচার প্রচারণার মূল লক্ষ্য৷

উল্লেখ্য, চরফ্যাশন উপজেলার ২১ টি ইউনিয়ন, বিভিন্ন উপকূলীয় অঞ্চল এবং হাট-বাজারে উপজেলা জলবায়ু ফোরামের এ প্রচার-প্রচারণা একটি চলমান কার্যক্রম৷