চট্টগ্রামের আখতারুজ্জামান ফ্লাইওভারে সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

এপ্রিল ০৮ ২০১৯, ২৩:৫৪

চট্টগ্রাম নগরীর নান্দনিক সৌন্দর্যের প্রতীক ও গুরুত্বপূর্ণ স্থাপনা আখতারুজ্জামান ফ্লাইওভার। প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে এই গুরুত্বপূর্ণ ফ্লাইওভারের উপর দিয়ে। কিন্তু সামান্য বৃষ্টিতেই ফ্লাইওভারের উপর জলাবদ্ধতার সৃষ্টি হয়ে যান চলাচলে বিঘ্নতার সৃষ্টি হচ্ছে ২ নং গেইট হতে বায়েজিদ মুখী সংযোগ র‍্যাম্প অংশে।

উক্ত অংশে পানি নিষ্কাশন ব্যবস্থার ত্রুটির কারণে একদিকে যেমন ভোগান্তির সৃষ্টি হচ্ছে তেমনি অন্যদিকে বর্ষা মৌসুম এ জলাবদ্ধতার কারণে ফ্লাইওভারের পিচ ও কাঠামোর ক্ষতি হওয়ার ও আশংকা রয়েছে।

আজ (০৮ এপ্রিল) সোমবার, দুপুর ০১:২০ মিনিটের দিকে আরম্ভ হওয়া সামান্য বৃষ্টিতেই ফ্লাইওভারের উপর হাঁটু পানি জমে যায়।

ফ্লাইওভারের উপর দিয়ে চলাচলকারী গাড়িচালক রফিক জানান, চট্টগ্রাম মহানগরের অতি গুরুত্বপূর্ন এই স্থাপনার উক্ত অংশে সব সময় জলাবদ্ধতায় সকলকে ভোগান্তিতে পড়তে হয়। এতে সিএনজি, কার, মাইক্রো মোটর সাইকেল এর মত ছোট যানবাহন জমাট পানিতে চলাচল করতে গিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। ফলে জনগন যেমন ক্ষতির সম্মুখীন হচ্ছে তেমনি নিজস্ব সৌন্দর্য হারাচ্ছে আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভার