গড়াই নদীর সাথে

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ০৯ ২০১৯, ১৭:৩৫

রিতা ফারিয়া রিচি

চাঁদের আলোয় মন ভেসে যায়
জোনাক জ্বলা রাতে,
কইবো কথা হৃদয় খুলে
গড়াই নদীর সাথে।

মা মণিটা ঘুমায় যখন
ছুটি নদীর বাঁকে,
রাতের পাখি সুর তুলে যায়
কিচির-মিচির ঝাঁকে।

প্রাণের নদী ঘুমায় নিবিড়
নরম শীতল মাদুরে,
কী অপরূপ দেখি,আহা
যেনো মায়ার যাদুরে!

গড়াই নদীর হাওয়ার খেলায়
কাঁশবনেরা দোলে,
আলতো করে স্বপ্নভরা-
মনটা কপাট খোলে।

দুধ-কলমী শাকের ফুলে
বাতাস খেলে যায়,
উদাস উদাস বাউল মনে
ভাটিয়ালি গায়।

গড়াই নদী বললো আমায়
খলখলিয়ে হেসে,
বন্ধু তুমি আসবে রোজই
আমায় ভালোবেসে।