গোয়াইনঘাটের বিশিষ্ট মুরব্বি, ইউপি সদস্য মাওলানা ঈসা মিয়ার জানাযা সম্পন্ন

একুশে জার্নাল

একুশে জার্নাল

জানুয়ারি ২৪ ২০২০, ১৫:৪১

ইলিয়াস মশহুদ: গোয়াইনঘাট উপজেলার ৬নং ফতেহপুর ইউপি সদস্য, বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব, বিএনপি নেতা মাওলানা ঈসা মিয়া গতকাল (২৩ জানুয়ারি) বৃহস্পতিবার রাত সাড়ে ১০ ঘটিকার সময় হার্টস্ট্রোকে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওইন্না ইলাইহি রাজিউন।

আজ বাদ জুমআ ফতেহপুর পূর্ব তিনমৌজা ঈদগাহ ময়দানে হাজার হাজার মুসল্লির অংশগ্রহণে তাঁর জানাযা অনুষ্ঠিত হয়।
ইমামতি করেন মরহুমের ছোট ছেলে হাফেজ ইয়াহইয়া।
জানাযার পূর্বে গুরুত্বপূর্ণ আলোচনা করেন শায়খুল হাদিস আল্লামা আহমদ আলী শায়খে চিল্লা।
এছাড়াও উলামায়ে কেরাম, মুরব্বিয়ান, রাজনৈতিক নেতৃবৃন্দ সংক্ষিপ্ত আলোচনা করেন।

মাওলানা ঈসা মিয়া ফতেহপুরসহ গোয়াইনঘাট উপজেলায় একজন সর্বজন মান্য সালিশ ব্যক্তিত্ব হিসেবে সমাদৃত ছিলেন। সর্বপ্রকার অন্যায়, অবিচার, জুলুম-নির্যাতন এবং ইসলামবিরোধী কার্যকলাপ প্রতিরোধে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। এছাড়াও তিনি বৃহত্তর ফতেহপুরের বিভিন্ন দ্বীনি ও সামাজিক সংগঠন এবং স্কুল-কলেজ ও মসজিদ-মাদরাসার অভিভাবক ছিলেন।

বিভিন্ন সময়ে মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরোধীতা করতে গিয়ে কয়েকবার কারাবরণও করেছেন।

তাঁর মৃত্যুতে উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। শোক প্রকাশ করছেন সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ছেলে ও ৩ মেয়সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান। তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৬৭ বছর।

জানাযা শেষে ফতেহপুর পূর্ব তিনমৌজা জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর পিতার কবরের পার্শ্বে তাঁকে সমাহিত করা হয়।