গোলাপগঞ্জ পৌর উপ-নির্বাচন: আজ প্রতীক বরাদ্দ

একুশে জার্নাল

একুশে জার্নাল

সেপ্টেম্বর ১৮ ২০১৮, ০২:৫৪

গোলাপগঞ্জ পৌরসভা উপ নির্বাচন:
প্রতিক বরাদ্দ আজ

 

গোলাপগঞ্জ পৌরসভা উপ-নির্বাচনে গতকাল সোমবার ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। এতে চার বৈধ প্রার্থীর মধ্যে কেউ মনোনয়ন প্রত্যাহার করেননি। আজ মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা নির্বাচন অফিসে মেয়র প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করবেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও গোলাপগঞ্জ পৌরসভা উপ-নির্বাচনে রিটার্নিং অফিসার খোরশেদ আলম। এদিকে গোলাপগঞ্জ পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে স্বতন্ত্র তিন প্রার্থীই তাদের মনোনয়ন পত্রে প্রথম পছন্দ হিসেবে ‘মোবাইল ফোন’ প্রতীক চেয়েছেন। তারা হলেন জেলা বিএনপির সহ-সভাপতি মহি উসসুন্নাহ চৌধুরী নার্জিস, পৌর বিএনপির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন ও যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম রাবেল। পৌরসভার বিগত নির্বাচনে প্রয়াত মেয়র সিরাজুল জব্বার চৌধুরী ২০১৫ সালের ৩০ ডিসেম্বর ‘মোবাইল ফোন’ প্রতীকে নির্বাচন করে বিপুল ভোটে নির্বাচিত হন। মাত্র আড়াই বছরে পৌরসভার নাগরিকদের তিনি যে সেবা দিয়েছেন তা এখনও মানুষের মুখে মুখে। সিরাজুল জব্বারের প্রতি নাগরিক সমাজের যে আবেগ তা কাজে লাগাতে বর্তমানে তিন প্রার্থীর প্রথম পছন্দ ‘মোবাইল ফোন’ প্রতীক। আজ মঙ্গলবার প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রতীকের বিষয়ে তিনজনই ছাড় দিতে নারাজ। শেষ পর্যন্ত তাদের প্রত্যেকের চাওয়া সমান থাকলে লটারির মাধ্যমে নির্ধারিত হবে প্রতীক। অপর প্রার্থী আওয়ামীলীগ মনোনীত দলীয় প্রার্থী, সাবেক পৌর মেয়র জাকারিয়া আহমদ পাপলু রয়েছেন নৌকা প্রতীক নিয়ে। ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী রাজু আহমদ চৌধুরীর মনোনন পত্র বাতিল হয়েছে। তিনি আপিল না করায় আর নির্বাচন করার সুযোগ নেই।
আগামী ৩ অক্টোবর বুধবার উপ-নির্বাচন অনুষ্টিত হবে।