গোলাপগঞ্জ উলামা কাউন্সিল ইউকে’র আজমতে কুরআন সমাবেশ অনুষ্ঠিত

একুশে জার্নাল

একুশে জার্নাল

সেপ্টেম্বর ২৩ ২০১৯, ১৮:৫৬

কুরআনুল কারীমের শাশ্বত সৌন্দর্য মুহাম্মাদ (সাঃ) এর
সুন্নতপালনের মাধ্যমেই মানবতার সামনে তুলে ধরা সম্ভব – ক্বারী মাওলানা আবু ইউসূফ

আল্লাহ সুবহানাহু ওতায়ালার অসংখ্য নিয়ামতের মধ্য শ্রেষ্ঠ নিয়ামত হল আল কুরআন। যা হক্ব ও বাতিল এর মধ্যে পার্থক্য করে দিক ভ্রান্ত মানবতাকে হিদায়ত তথা আলোর সন্ধান দিয়েছে, হিংসা বিদ্বেষ, হানাহানি তে অশান্ত সমাজ ব্যবস্থায় শান্তির সুবাতাস ছড়িয়ে দিয়েছে।
মহান আল্লাহ এই আল কুরআনকে শ্রেষ্ঠ মহামানব মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সাঃ) এর উপর নাযিল করে তার জীবনকে আমাদের জন্য হিদায়তের জন্য মাপকাঠি করে দিয়েছেন। কুরআন থেকে দুনিয়া ও আখেরাতে উপকৃত হতে হলে মুহাম্মাদ (সাঃ) এর সুন্নতের পুর্ণ অনুসরনই একমাত্র ব্যবস্থা আর তার জীবন অনুসরনের মধ্যেই আল কুরআনের শাশ্বত সৌন্দর্য মানবতার সামনে তুলে ধরা সম্ভব। গত২২ সেপ্টেম্ভর২০১৯ রবিবার গোলাপগঞ্জ উলামা কাউন্সিল ইউকের উদ্যোগে আয়োজিত আজমতে কুরআন সমাবেশে কুরআনের আলো বাংলাদেশ এর সভাপতি, এন টিভির জনপ্রিয় অনুষ্ঠান কুরআনের আলো প্রতিভার সন্ধান প্রোগ্রামের পরিচালক মাওলানা আবু ইউসূফ-ঢাকা উপরোক্ত কথাগুলি বলেন। গোলাপ গঞ্জ উলামা কাউন্সিল ইউকের সভাপতি মাওলানা সাদিকুর রাহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান জাকির এর পরিচানলায় অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথি হিসাবে আলোচনা পেশ করেন ডেগেনহাম বারকিং এর কাউন্সিলর বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ্ব সদরুজ্জামান খান, কুরআন থেকে তিলাওয়াত ও গুরুত্বপূর্ণআলোচনা পেশ করেন ইংল্যান্ডের জনপ্রিয় টিভি ‘ ইসলাম চ্যানেল ও চ্যানেল এস এর ইসলামিক প্রোগ্রামের প্রেজেন্টার আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ক্বারী হাফিজ মাওলানা আহমদ হাসান । লন্ডনস্থ বায়তুল মামুর একাডেমীতে অনুষ্ঠিত আজমতে কুরআন সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন করেন গোলাপগঞ্জ উলামা কাউন্সিল ইউকের সহসভাপতি মাওলানা শওকত আলী, সহ সভাপতি মাওলানা ময়নুল ইসলাম, মাওলানা আব্দুল মজীদ, অর্থ সম্পাদক মাওলানা আব্দুল খালিক শাহেদ। মাহফিলে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব মাওলানা আব্দুল আহাদ, গোলাপগঞ্জ ঊলামা কাউন্সিল ইউকের সহ সাধারণ সম্পাদক মাওলানা জয়নাল আবেদীন, সহসাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মাহমুদুল হাসান, প্রচার সম্পাদক হাফিজ ইমদাদুর রহমান, মাওলানা আব্দুল আহাদ, মাওলানা আব্দূল মন্নান, মাওলানা ফয়েজ আহমদ, হাফিজ মুহাম্মদ আলী, হাফিজ মাওলানা নূরুল ইসলাম প্রমুখ।