গোলাপগঞ্জে পলাতক আসামী গ্রেফতার হওয়ায় বৃদ্ধার উপর হামলা

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুন ১৭ ২০১৯, ২১:০৩

গোলাপগঞ্জ প্রতিনিধি
সিলেটের গোলাপগঞ্জে পলাতক আসামী গ্রেফতার হওয়ায় বৃদ্ধ মহিলার উপর হামলাসহ লুটপাটের ঘটনা ঘটেছে।

জানা যায়, জি আর ১৮১ নং মামলার পলাতক আসামী সাব উদ্দীন-কে পুলিশ গ্রেফতার করলে পুর্বশত্রুতার জের ধরে একই দিন সন্ধ্যা সাড়ে সাতটায় সাব উদ্দীনের সহযোগীরা ভাড়াটে সন্ত্রাসী বাহিনী নিয়ে রায়ঘর গ্রামের আসমা খাতুনের বাড়ীতে হামলা করেন। সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র-সস্ত্র দা লাঠি কুড়াল রামদা ছুলফি লোহার রড ইত্যাদি অস্ত্র নিয়ে আক্রমণ করে অস্ত্রের ভয় দেখিয়ে কাঠের আলমারির গ্লাস ভেঙে দুই লক্ষ ৮০ হাজার টাকাসহ দুই ভরি ওজনের স্বর্ণালংকার লুটপাট করে। লুটপাটের সময় আসমা খাতুনকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করলে উক্ত আঘাত বাম হাতের কনুইর নিচে পড়ে গুরুতর হাড় ভাঙ্গা জখম হয় ৷ এছাড়াও এলোপাথাড়ি আঘাত করলে শরীরে ‘লিলাফুলা’ জখম হয়।

খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ ঘটনাস্থলে এসে আসমা খাতুনকে হাসপাতালে পাঠানোর ব্যবস্হা করেন।

বর্তমানে আসমা খাতুন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

হাসপাতালে ভর্তিকৃত আসমা খাতুনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, সন্ত্রাসীরা খুব বেশি বলবান ৷ সন্ত্রাসী শাহীন, তাহের, জিলাল, মুহিন, আবুল, বিল্লাল রাবেল, রাহেল, রুবেল, ফাহিম, নাহিদ, কাওছার, সামেল, ইশাদ, দুলাল, আহাদ, গিয়াস, সেবুল, কুতুবসহ অজ্ঞাতনামা ১৫/২০ জন সন্ত্রাসী লুটপাটসহ তাঁকে মারধর করে।

এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে, আসামীদের ধরতে পুলিশ তৎপর রয়েছে।