গোলাপগঞ্জের শিলঘাটের গ্রামীন রাস্তার নাজুক অবস্থা

একুশে জার্নাল

একুশে জার্নাল

অক্টোবর ২১ ২০১৮, ১৪:৩৮

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার পশ্চিম আমুড়া ইউপির শিলঘাট গ্রামের রাস্তাঘাটের অবস্থা নাজুক। স্থানীয়দের ভুগান্তির শেষ নেই। দেখার মতোও যেন কেউ নেই। এমন পরিস্থিতির মধ্য দিয়ে চলাফেরা করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।

ঢাকাদক্ষিণ বাজার থেকে শিলঘাট যাওয়ার একমাত্র রাস্তাটির বেহাল দশার ফলে চাকুরীজীবী, স্কুল কলেজ মাদরাসা সহ সাধারণ মানুষজনের ভোগান্তি দিন দিন প্রকট রুপ ধারণ করছে। বাস্তব চিত্র দেখলে বুঝা মুশকিল এটা সড়ক না অন্য কোন ফাড়ি পথ। বড় গর্ত আর খানাচখন্দের কারণে রোগী নিয়ে চলতেও বেশ বেগ পোহাতে হয়।

এ রাস্তার অন্তর্গত রয়েছে ২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১টি উচ্চ বিদ্যালয়, ২টি হাফিজিয়া মাদরাসা, ১২টি মসজিদ, সহ বেশ কিছু প্রতিষ্টান। এসব প্রতিষ্টানের মানুষজনকে প্রতিদিন এ রাস্তা দিয়ে যাতায়ত করতে হয়। বিশেষ কিছু স্থাপনা শিলঘাট এলাকায় থাকার ফলে প্রতিদিন দেশের বিভিন্ন এলাকা থেকে মানুষজন আসে, কিন্তু রাস্তাঘাটের বেহাল দশার কারণে তাদের ভুগান্তি পোহাতে হয়।