গোমরাহি সাদ ও শাপলা চত্বর নিয়ে আবু সুফিয়ানের “রক্তের বন্যা” আসছে

একুশে জার্নাল

একুশে জার্নাল

জানুয়ারি ৩০ ২০১৯, ১৫:২৭

জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের প্রধান পরিচালক আবু সুফিয়ানের নতুন গান আসছে “রক্তের বন্যায়” গানটি লিখেছেন বিশিষ্ট ছড়াকার ও বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক ওমর ফারুক মজুমদার ও সুর করেছেন কলরব প্রধান আবু সুফিয়ান। শিল্পী আবু সুফিয়ান বলেন এই গানের মধ্যে হ্নদয়ের কথা গুলো বলার চেষ্টা করেছি।

এখানে তাবলীগ জামাতকে যারা ভিন্নভাবে প্রকাশ করতে চায় ওদের জবাব দেয়ার চেষ্টা করেছি। শাপলা চত্বর নিয়ে প্রশ্ন করলে শিল্পী বলেন সেই শাপলাচত্বরের ভয়াল রাতের নিঃসংশ হত্যার বিচার আজো পর্যন্ত আমরা পাইনি,যানিনা আদৌ পাবো কিনা। সেই কথা গুলোও বলার চেষ্টা করেছি “রক্তের বন্যায়” গানের মধ্যে। এই গানটি সুরকেন্দ্র স্টুডিও থেকে রেকর্ড করা হয়েছে এবং সাউন্ড কম্পোজার ছিলেন আল আমিন জাজ, ক্যামেরায় ছিলেন এইচ এম উবায়দুল্লাহ। ঢাকা, সন্দীপ ও সিলেটের বিভিন্ন লোকেশনে ভিডিও ধারণ করা হয়েছে।