গাজীপুরে অস্ত্রসহ ৭ ডাকাত গ্রেফতার

একুশে জার্নাল

একুশে জার্নাল

ফেব্রুয়ারি ০৯ ২০১৯, ১৩:৫৪

গাজীপুরে আন্তজেলা ডাকাত দলের ৭ সদস্যকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। গাজীপুরের শ্রীপুর উপজেলার আনসার রোড এলাকা থেকে শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়।

শনিবার দুপুরে গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

গ্রেফতাররা হলেন- মাদারীপুরের মো. সুরুজ হাওলাদার (৩৮), বারেক হাওলাদার (৫৫), মো. মোস্তফা (৪৫) ও মোশারফ হোসেন ওরফে মিলন চৌকিদার (৪০), মুন্সীগঞ্জের মো. মনিরুজ্জামান (৩৩), গাজীপুরের মাহবুব মিয়া (৩০) এবং ব্রাহ্মণবাড়িয়ার মো. সাজু (২৩)।

পুলিশ সুপার শামসুন্নাহার বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আনসার রোড মোড় এলাকার মাথায় কতিপয় সশস্ত্র ডাকাত সদস্য ডাকতির প্রস্তুতি নিচ্ছে- এমন খবর পায় পুলিশ। পরে শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে পুলিশ ওই এলাকায় অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পিকআপযোগে পালিয়ে যাওয়ার সময় পথে বেরিকেড দিয়ে তাদের গ্রেফতার করা হয়

তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপ, তালা-লোহার কাটার, বাঁটযুক্ত সাড়ে ৮ ইঞ্চি লম্বা চাকু, ২২ ইঞ্চি লম্বা হাতলযুক্ত দা, ১৫ ইঞ্চি লম্বা চাইনিজ কুড়াল এবং ২২ইঞ্চি লম্বা সুঁচালো মাথার রড উদ্ধার করা হয়। গ্রেফতারদের নামে মাদারীপুরের কালকিনী থানা, ডাসার থানা, ঢাকার রূপনগর থানা, আদাবর থানা, মোহাম্মদপুর থানা, কেরানীগঞ্জ থানায় ডাকাতির মামলা রয়েছে।

সংবাদ সম্মেলনে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল শেখ, জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. মাহবুবুর রহমান, মামলার বাদী শ্রীপুর থানার এসআই মো. শহীদুল ইসলাম মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।