খেলাফত মজলিস লন্ডন মহানগরের শিক্ষা সফর সম্পন্ন

একুশে জার্নাল

একুশে জার্নাল

আগস্ট ১৯ ২০১৯, ১৯:০২

একুশে জার্নাল ডেস্ক: খেলাফত মজলিস লন্ডন মহানগর এর উদ্যোগে গত ১৩আগস্ট আয়োজন করা হয় দিনব্যপি শিক্ষাসফর,পূর্ব লন্ডনের আলহুদা সেন্টার থেকে৫০ সদস্যের এক বিশাল কাফেলা নিয়ে ঐতিহাসিক সমুদ্র সৈকত হেইসটিং এর উদ্দেশ্যে সকাল ১০ ঘটিকায় যাত্রা শুরু হয়। প্রধান অতিথি হিসাবে আলোচনা পেশ করেন খেলাফত মজলিশের কেন্দ্রীয় যুগন মহাসচিব ও ইউরোপের তত্ত্বাবদায়ক জনাব অধ্যাপক আব্দুল কাদের সালেহ। মহানগর সভাপতি হাফেজ এনামুল হকের সভাপতিতে এবং সহ সম্পাদক মাওলানা নুফাইছ আহমদ ও সাংগঠনিক সম্পাদক মাওলানা দিলোয়ার হোসেনের যৌত পরিচালনায় দারছ্ পেশ করেন মুফতি হাছান নুরী চৌধুরী ।বকতব্য রাখেন খতিব তাজুল ইসলাম মাও:রওনক আহমদ,মাও:তায়িদুল ইসলাম ,মাও: আমিরুল ইসলাম প্রমখ।দারসেকোরআন ,আলোচনা সভা ,জোহরের নামাজ ,দুপুরের খাবার সহ বিভিন্ন কর্মসুচীর মাধ্যমে আরো প্রাণবন্ত করা হয়। উঁচু নিচু পাহাড়,সমুদ্রের তপাশ তপাশ ঢেউয়ের শব্দ, সারি সারি পাথর এযেন এক অপরোপ সুন্দর মনমাতানো দৃশ্য।

প্রধান অতিথির বক্ত্যবে আব্দুল কাদের সালেহ বলেন মানুষ প্রতিনিয়ত প্রাকিতির কাছ থেকে বেনিফিটেট হচ্ছে দৈনন্দিন চাহিদার পাশাপাশি শারীরিক ওমানুষিক প্রশান্তি ও লাভ করা যায় তেমনি সৃষ্টিকতার ক্ষমতা সম্পর্কে ধারনা লাভ করা যায়। দিনশেষে মোনাজাতের মাধ্যমে সমাপ্তি হয়।