খেলাফত মজলিস কভেন্ট্রী শাখার দাওয়াতী মাহফিল অনুষ্ঠিত

একুশে জার্নাল

একুশে জার্নাল

নভেম্বর ২১ ২০১৯, ০৮:৩৯

সর্বসাধারণের কাছে দ্বীনের সুমহান আদর্শের কথা বলতে হবে — মুফতি তাজুল ইসলাম

গতকাল মন্ঙলবার খেলাফত মজলিস কভেন্ট্রী শাখার উদ্যোগে আয়োজিত এক দাওয়াতী মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের যুক্তরাজ্য সহ সভাপতি মুফতি তাজুল ইসলাম বলেন খেলাফত মজলিসের কাজ সব সময়ই ঐকের পক্ষে, দল মতের উর্ধে উটে এই ঐক্যকামী মনোভাব নিয়ে আমাদের কাজ করতে হবে এবং সব মতের মানুষের কাছে দ্বীনের সুমহান আদর্শের কথা বলতে হবে।
শাখা সভাপতি মাওলানা আনছার উদ্দীনের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা ফেরদাউস হুসাইনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য সহ সভাপতি ও মিডলেন্ডস সভাপতি ক্বারী আব্দুল মুকিত আজাদ।
বক্তারা বিভিন্ন দেশে মুসলমানদের উপর জুলুম, নির্যাতনের প্রতিবাদ জানান, চীনের উইঘুর মুসলমানদের মানোবেতর জীবনযাপন ও ঐতিহাসিক বাবরী মসজীদের স্তলে রাম মন্দির নির্মাণের উদ্যোগের নিন্দা জানান।
স্হানীয় কভেন্ট্রীর এক হলরুমে আয়োজিত মাহফিলে অন্যান্যদ্র মধ্যে বক্তব্য রাখেন বার্মিংহামের সভাপতি মাওলানা এনামুল হাসান ছাবির,মিডলেন্ডস সেক্রেটারী সৈয়দ কবির আহমদ, আ ফ ম শুয়াইব হাফেজ আহমদ হুসাইন, সুহেল আহমদ চৌধুরী, হাজী জালাল উদ্দীন, একাউন্টেন্ট মাসুদ আহমদ চৌধুরী,হাজী আবুল ফজল,ওমর আহমদ,ফয়জুল ইসলাম,মুহাম্মদ লিটন, আনোয়ার আহমদ,অাফিজ আলী,মুহাম্মদ হারুন,মুকাব্বীর হুসাইন। প্রমুখ।
দোয়া ও মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়।