খেলাফত মজলিস ইউরোপ এর শোক

একুশে জার্নাল

একুশে জার্নাল

মে ২১ ২০১৮, ১১:০৬

মাওলানা শরীফ মোহাম্মদ ইউসুফ ছিলেন
এক ত্যাগী আপোষহীন ও স্পষ্টভাষী
আলেমে দ্বীন

খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা হজরত মাওলানা শরীফ মোহাম্মদ ইউসুফ এর ইনতিকালে খেলাফত মজলিস ইউরোপ গভীর শোক প্রকাশ করেছে ।

এক বিবৃতিতে খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ইউরোপের তত্বাবধায়ক মাওলানা আব্দুল কাদির সালেহ, সহকারী তত্বাবধায়ক এম এস খান ও ড: আবদুস শুকুর, যুক্তরাজ্য খেলাফত মজলিসের সভাপতি মাওলানা সাদিকুর রহমান ও সাধারন সম্পাদক মাওলানা শাহ মিজানুল হক,ফিনল্যান্ড সভাপতি ইন্জিনিয়ার হোসাইন মোহাম্মদ শাহিদ, ফ্রান্স সভাপতি মাওলানা সেলিম উদ্দিন ও সাধারন সম্পাদক মাওলানা নজরুল ইসলাম , বার্সেলোনা স্পেন সভাপতি মাওলানা শিব্বির আহমদ ও সাধারন সম্পাদক মাওলানা বদরুল ইসলাম , পর্তুগাল সভাপতি এম শামসুজ্জামান , সহসভাপতি নজরুল ইসলাম মাসুম ও সাধারন সম্পাদক মাওলানা জাবির আহমদ, ইতালী সভাপতি মোহাম্মদ মনির রিদওয়ান ও সাধারন সম্পাদক মোহাম্মদ আল আমীন বলেন :

মাওলানা শরীফ মোহাম্মদ ইউসুফ ছিলেন ইসলামী সমাজ বিপ্লবের এক ত্যাগী পুরুষ ও আপোষহীন কর্মবীর। তিনি ছিলেন নির্লোভ ,স্পষ্ট ভাষী ও সাহসী সামাজিক নেতৃত্ব
গুনের বৈশিষ্ট সম্পন্ন এক এক প্রাজ্ঞ আলেমে দ্বীন ।

রাজনীতিক, লেখক , অনুবাদক, সাংবাদিক , মুহতামিম, পরিচালক হিসেবে বহুমুখী কর্ম তৎপর জীবনে তিনি নিজে কপর্দকহীন থেকে গেলেও বহু মানুষের অভিভাবক হিসেবে তাদের আশ্রয় শিক্ষা ও জীবনে প্রতিষ্ঠার পথ সুগম করে গেছেন । তাঁর অগনিত ছাত্রের অনেকেই এখন সমাজে ও জীবনে মুহতামিম , সাবেক মন্ত্রী এমপি শিক্ষক লেখক ও সাংবাদিক হিসেবে প্রতিষ্ঠিত।

উলামা ও ইসলামী বুদ্বজীবিদের সমন্বয়ে ইসলামী আন্দোলনের যুগচাহিদা পূরণে খেলাফত মজলিসের গঠনে তাঁর ভূমিকা ছিল অনন্য ।
তাঁর ইনতিকালে যে অপরিসীম শূন্যতা সৃষ্ঠি হয়েছে তা ময়দানের প্রতিটি সন্ধিক্ষনে গভীরভাবে অনুভূত হবে।
নেতৃবন্দ মাওলানা শরীফ মোহাম্মদ ইউসুফের ইনতিকালে গভীর শোক প্রকাশ করেন ও জান্নাতুল ফিরদাউসে উচ্চমর্যাদায়
স্থান দেবার জন্যে মহান আল্লাহ পাকের দরবারে মোনাজাত করেন।

তাঁরা সন্তপ্ত পরিবারের প্রতিও গভীর সমবেদনা জানান ।