খাদ্যের অভাবে ভুগছে বিশ্বের ৮২ কোটি মানুষ

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুলাই ১৭ ২০১৯, ২০:৪৮

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

পৃথিবী যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে। মানব সভ্যতা যখন এর শীর্ষে অবস্থান করছে। তখনও পৃথিবীতে ক্ষুধার্ত মানুষের আর্তচিৎকার সত্যিই অনেক বেদনাদায়ক। চিন্তা করা যায় বর্তমান পৃথিবীতে ৮২ কোটি ১০ লাখ মানুষ ক্ষুধার্ত। আর এ সত্য তুলে ধরেছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) ‘দ্য স্টেট অব ফুড সিকিউরিটি অ্যান্ড নিউট্রিশন ইন দ্য ওয়ার্ল্ড-২০১৯’ শীর্ষক এক প্রতিবেদনে।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় ক্ষুধার্তের হার আগের চেয়ে কমেছে। তবে তা এখনও উদ্বেগজনক মাত্রায় রয়েছে।

রিপোর্টে বলা হয়, ২০৩০ সালের মধ্যে বিশ্বে ক্ষুধার্ত লোকের সংখ্যা শূন্য শতাংশে নামিয়ে আনার জাতিসংঘের লক্ষ্যমাত্রা বাস্তবায়ন বেশ কঠিন হবে বলেই মনে হচ্ছে।