খাগড়াছড়ির দীঘিনালায় অবৈধভাবে খাদ্য মজুদের অপরাধে খাদ্য গুদাম কর্মকর্তা আটক

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ২২ ২০২০, ১৯:৪০

খাগড়াছড়ি প্রতিনিধি

দীঘিনালার মেরুং খাদ্য গুদামে অবৈধভাবে খাদ্য মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করার অভিযোগে মেরুং খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সারোয়ার হোসেন’কে আটক করা হয়েছে।

রবিবার (২২মার্চ) বিকাল ৩ ঘটিকায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ উল্লাহ’র নেতৃত্বে অভিযান চালিয়ে বিশেষ আইনে অবৈধভাবে ১৪ টন গম/চাল মজুদের অপরাধে মেরুং খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সারোয়ার হোসেন’কে আটক করা হয়।

অভিযানে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও ছোট মেরুং বাজার পরিচালনা কমিটির সভাপতি কে এম ইসমাইল হোসেন, ১ নং মেরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রহমান কবির রতন প্রমূখ।

তাছাড়া মেরুং বাজারের বিভিন্ন দোকানে ৩০ টাকা প্রতি কেজি চাল বিক্রির জন্য ব্যবসায়ীদের অনুরোধ করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ উল্লাহ।