ক্রাইস্টচার্চের আল নুর মসজিদে সন্ত্রাসী হামলার ভুল ছবি প্রচার

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ১৬ ২০১৯, ০৩:১৮

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ এলাকায় আল নুর ও লিনউড মসজিদে সন্ত্রাসী হামলায় ভুয়া ছবি ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেক পাঠক বিডি ফ্যাক্টচেক এর ফেসবুক ম্যাসেঞ্জারে এসব ছবির সত্যতা জানতে চেয়ে ক্ষুধে বার্তা পাঠিয়েছেন।

এরকম কয়েকটি ছবি পাঠকদের জন্য তুলে ধরছি। নিচের ছবিটি নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ এলকার মসজিদে সন্ত্রাসী হামলার ছবি বলে চালানো হচ্ছে।


স্ক্রিনশট ১: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ এলাকায় সন্ত্রাসী হামলার ছবি হিসেবে এই ছবিটি প্রচার করা হচ্ছে।

 

গুগল ইমেজ সার্চে দেখা যাচ্ছে এই ছবিটি ২০১৭ সালে মিশরের উত্তর সিনাই অঞ্চলের বার আল আবেদ শহরের একটি মসজিদে সন্ত্রাসী হামলার ছবি।  আইসিস এই হামলার দায় শিকার করেছিলো। এই হামলার তিনশ’র বেশি মানুষ নিহত হয়েছিল। দেখুন গুগল ইমেজ সার্চের স্ক্রিনশট।

স্ক্রিনশট ২: গুগল ইমেজ সার্চে দেখা যাচ্ছে ছবিটি ২০১৭ সালের।

 

 

নিচের ছবিটিও নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের আল নুর মসজিদে সন্ত্রাসী হামলার ছবি বলে চালিয়ে দিচ্ছে অনেককেই। অথচ এটি মিশরের একটি গীর্জার ছবি।

স্ক্রিনশট ৩: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ এলাকায় সন্ত্রাসী হামলার ছবি হিসেবে এই ছবিটি প্রচার করা হচ্ছে।

 

গুগলে ইমেইল সার্চে  দেখা যাচ্ছে এই ছবিটিও ২০১৭ সালের। মিশরের নীল ডেল্টা সিটির বিভিন্ন গীর্জায় সন্ত্রাসী হামলার ছবি। এই হামলায় ৪০ জনের মতো নিহত ও শতাধিক আহত হয়েছিল।

স্ক্রিনশট ৪: গুগল ইমেজ সার্চে দেখা যাচ্ছে ছবিটি ২০১৭ সালের। 

উৎস: ফ্যাক্টচেক