ক্রসফায়ার সত্যকে কবর দিতে চেয়েছে : মোমিন মেহেদী

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুলাই ০৩ ২০১৯, ১৭:৪৫

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, বিচারহীন-মানবতা বিরোধী ক্রশফায়ার সত্যকে কবর দিতে চেয়েছে। কিন্তু যারা এ কাজ করেছে, তারা জাানে না, সত্যকে কখনোই ঢেকে রাখা যায় না। তাছাড়া জনগন দ্রুত বিচার চায়, ক্রশফায়ার না।

২ জুলাই বিকেল ৪ টায় ফটো জার্নালিস্ট মিলনায়তনে ‘নতুনধারা বাংলাদেশ এনডিবি বনাম বর্তমান রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় উপরোক্ত কথা বলেন।

প্রেসিডিয়াম মেম্বার কলামিস্ট চঞ্চল মেহমুদ কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণে দেশ সমস্যায় জর্জরিত হচ্ছে। এমতবস্থায় আমাদেরকে সম্মিলিতভাবে এগিয়ে চলতে ও সত্যকথা বলতে হবে। আমরা চাই না, অতিতে তনু, সাগর-রুনি, নুসরাত বা রিফাত হত্যাকারীরা যেভাবে ধরাছোঁয়ার বাইরে থেকেছে, আগামীতেও তা হোক। সভায় সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেনগুপ্ত, যুগ্ম মহাসচিব শেখ রিমন মুজিব, সিদ্দিকী হাবিবুর রহমান, সদস্য আঁখি আলমগীর প্রমুখ বক্তব্য রাখেন।