কোনাবাড়ী উলামা ঐক্য পরিষদের উদ্যোগে মহানবী (সা.)কে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ

একুশে জার্নাল

একুশে জার্নাল

অক্টোবর ৩১ ২০২০, ১৯:৪৫

গতকাল ৩০ অক্টোবর রোজ শুক্রবার জুমার নামাজ এর পর গাজীপুরের কোনাবাড়িতে কোনাবাড়ি উলামা ঐক্য পরিষদের উদ্যোগে ফ্রান্সে সরকার কর্তৃক মহানবী (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

কোনাবাড়ীর বিভিন্ন মসজিদ থেকে জুমার নামাজের পর ইমাম সাহেবদের নেতৃত্বে মিছিল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী পল্লী বিদ্যুৎ মসজিদের সামনের রাস্তায় সমবেত হয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত বিক্ষোভ সমাবেশ ও মিছিলে সভাপতিত্ব করেন কোনাবাড়ী উলামা ঐক্য পরিষদের সভাপতি মুফতি আব্দুল কাইয়ুম মিরাজী।

এছাড়াও উপস্থিত ছিলেন কোনাবাড়ী উলামা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মাওলানা জামাল উদ্দিন ফারুকী, মুফতি উবায়দুল্লাহ বিন সাঈদ, মুফতি ইমরান আল হাবিব, মুফতী খন্দকার মোজাম্মিল হক, মুফতি লাবিব আব্দুল্লাহ, মুফতি ওমর ফারুক, মুফতি আব্দুর রহমান, মুফতি শাহজাহান রহমতপুরী, মুফতি আবুল কালাম আজাদ, মাওলানা মঞ্জুরুল হক সিরাজী, মাওলানা মনজুরুল হক রাজি, মুফতি আজহারুল ইসলাম, হাফেজ ইউছুফ আহমাদ, মাওলানা মাইনুদ্দিন, মুফতি সাইফুল ইসলাম কাসেমী, মুফতি দেলোয়ার হোসেন চাওবানী, মুফতি আব্দুল মালেক আনসারী, মাওলানা আলিমুদ্দিন রুহানি, মাওলানা আব্দুল আলীম যশোরী প্রমুখ। সাধারন সম্পাদক প্রিন্সিপাল মাওলানা জামাল উদ্দিন ফারুকী সাহেব বলেন অবিলম্বে ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যাক্রোঁকে আন্তর্জাতিকভাবে ক্ষমা চাইতে হবে।

মুফতি ওবায়দুল্লাহ বিন সাঈদ বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন ফ্রান্সের সাথে সকল প্রকার কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে অন্যথায় কঠিন আন্দোলনের হুঁশিয়ারি দেন।উক্ত বিক্ষোভে সভাপতি মুফতি আব্দুল কাইয়ুম মিরাজি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন: সম্প্রতি ফ্রান্সে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর ব্যঙ্গচিত্র প্রকাশিত প্রদর্শনের প্রতিবাদে সর্বস্তরের তৌহিদী জনতাকে ফ্রান্সের সকল প্রকার পণ্য বর্জনের আহ্বান জানান। সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল ও দোয়ার মাধ্যমে প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ ও মিছিল সমাপ্ত করা হয়।