কুড়িগ্রামের রৌমারিতে প্রবল বন্যা, ত্রাণ দিচ্ছেন আলেমদের এনজিও পিসব

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুলাই ২২ ২০১৯, ১৪:১৪

আবির আবরার:

কুড়িগ্রাম রৌমারিতে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করছেন ঢাকার একটি বেসরকারি এনজিও সংস্থা পিপলস ইমপ্রুভমেন্ট সোসাইটি অব বাংলাদেশ (পিসব)।  ২১ ও ২২ জুলাই দুই দিনব্যাপী কাফেলাটি  ‍কুড়িগ্রাম রৌমারিতে ত্রাণ বিতরণ করছেন বলে জানা গেছে।

পিসব’র এক সদস্য মিডিয়াকে জানান, তারা গতকাল প্রায় ৩০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন এবং আজ আরও ২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণের পরিকল্পনা রয়েছে তাদের।

বন্যার্ত লোকদের পুনর্বাসনের জন্যে দুর্গত লোকদের মাঝে টিন বিতরণ, ঔষধ ও চিকিৎসা সেবা দেওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছেন তারা।

এনজিওটির প্রায় ১০ জন আলেমের সাথে স্থানীয় আলেমরাও ত্রাণ বিতরণে অংশগ্রহণ করেছেন।

এনজিও কর্মকর্তা আরও জানান, রৌমারি বন্যা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। বন্যার্ত মানুষের তুলনায় সেখানে ত্রাণ বিতরণ কার্যক্রম তেমন একটা নেই। সরকারের পক্ষ থেকে যে চাল বিতরণ করা হয়েছে, তা খুবই নিম্ন মানের বলেও অভিযোগ করেছেন অনেকেই।

স্থানীয় লোকজনের মতে বন্যা পরিস্থিতি এতই ভীষণ যে, তারা ১৯৮৮ সালের পর এমন বন্যা আর দেখেননি।