কুষ্টিয়ার কুমারখালীতে হোম কোয়ারেন্টাইন না মানায় দুই জনকে অর্থদণ্ড

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ১৯ ২০২০, ১৫:১১

মিলন মাহামুদ কুষ্টিয়া;

বিদেশ ফেরত প্রবাসীদের হোম কোয়ারেন্টাইনে বাধ্য করতে কুষ্টিয়ার কুমারখালীর প্রতিটি বিদেশ ফেরত প্রবাসীদের বাড়ীতে অভিযান পরিচালনা করছে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে গঠিত ভ্রাম্যমান আদালত। আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে কুমারখালী উপজেলার বিভিন্ন এলাকার বিদেশ ফেরত প্রবাসীদের বাড়ীতে এই চালানো হয়। এসময় হোম কোয়ারেন্টাইন না মানায় পৌর এলাকার তেবাড়িয়ার মহল্লার ব্রুনাই ফেরত প্রবাসী বাবলু বিশ্বাসকে ১৫ হাজার এবং একই এলকার বাহারাইন প্রবাসী সুলতান আলীকে ২০হাজার টাকা অর্থদন্ড দিয়ে তাদেরকে কোয়ারেন্টাইন বাধ্যতামুলক করার জন্য নিদের্শ প্রদান করেন আদালত।

ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল ইসলাম খান জানান, কুমারখালী উপজেলা এখন পর্যন্ত ২২ জন হোম কোয়ারেন্টাইনে আছে, এর মধ্যে আমাদের কাছে খরব আসছে অনেকেই কোয়ারেন্টাইনে থাকছেন না তাই জনসাধারনের নিরাপত্তার কথা মাথায় রেখে এই অভিযান পরিচালনা করা হচ্ছে।