কুষ্টিয়ার আলোচিত মুন্সী রবিউল হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড ও একজনের যাবজ্জীবন কারাদণ্ড

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ০৫ ২০২০, ১৪:৫১

মিলন মাহামুদ, কুষ্টিয়া

কুষ্টিয়ার কুমারখালীর মহেন্দ্রপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুন্সী রবিউল ইসলামকে গুলি করে হত্যা মামলায় প্রধান আসামী মুন্সী মোঃ সোহাগ কে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। একই সাথে অপর তিন আসামী রাজু আহম্মেদ, মোঃ রুবেল ও মোঃ আজাদকে যাবজ্জীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক অরূপ কুমার গোস্বামী এ আদেশ দেন। এসময় দন্ডপ্রাপ্ত আসামীরা আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ২৪ জানুয়ারী রাত একটার দিকে ছেলের ইটভাটা থেকে বাড়ী ফেরার সময় বাড়ীর গেটে ঢোকার মুখে পেছন থেকে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা দুটি গুলি করে মহেন্দ্রপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুন্সী রবিউল ইসলামকে হত্যা করে। পরে নিহতের মা হাওয়া খাতুন কুমারখালী থানায় হত্যা মামলা দায়ের করে। এ মামলায় তদন্ত শেষে পুলিশ চার আসামীর বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন। দীর্ঘ শুনানী শেষে এ মামলায় রায় প্রদান করে আদালত।