কুলাউড়ায় ২ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

একুশে জার্নাল

একুশে জার্নাল

সেপ্টেম্বর ১৬ ২০১৯, ১৬:০৩

এহসান বিন মুজাহির : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল আমিন এর নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করা হয়। সকাল ১০ টা থেকে ২.০০ টা পর্যন্ত কুলাউড়া হাসপাতাল রোড স্টেশন রোড ও তার আশে পাশের এলাকার বিভিন্ন স্থানে সোমবার (১৬ সেপ্টেম্বর) অভিযান পরিচালনা করনা হয। এ অভিযানে সহযোগিতা করেন কুলাউড়া থানার পুলিশ ফোর্স।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন জানান- অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি, একই ফ্রিজে গ্রিলসহ রান্না করা খাদ্য পণ্যের সাথে কাঁচা মাছ-মাংস সংরক্ষণ করে বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে কুলাউড়া হাসপাতাল রোডে অবস্থিত ছামী ইয়ামী স্টেুরেন্টকে ৫ হাজার টাকা, স্টেশন রোডে অবস্থিত পাকশী হোটেলকে ১৫ হাজার টাকাসহ মোট ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।