“কুরআনে দেয়া শাস্তির আইন চালু না হলে ধর্ষন নির্মূল করা সম্ভব হবে না”

একুশে জার্নাল

একুশে জার্নাল

অক্টোবর ০৯ ২০২০, ১৮:২৬

কুরআনে দেয়া শাস্তির আইন চালু না হলে ধর্ষন নির্মূল করা সম্ভব হবে না
-মাওলানা মুজিবুর রহমান হামিদী

বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেছেন, খুন, ধর্ষণ-নারী নির্যাতন ও দুর্নীতি আজ বাংলাদেশের স্বর্গরাজ্যে পরিনত হয়েছে। মানুষের জানমাল ও ঈমান- ইজ্জতের নিরাপত্তা নেই। আল্লাহর বিধান কায়েম, মানা ও বাস্তবায়নের মাধ্যমেই দেশে খুন, ধর্ষণ -নির্যাতন ও দুর্নীতি বন্ধ হতে পারে। তিনি বলেন, ধর্মীয় অনুশাসন মান্য ও আল্লাহর বিধান নারীদের জন্য পর্দা পালনে বাধ্য করতে হবে। সিনেমাসহ সকল প্রকার অশ্লীলতা ও বেহায়াপনা বন্ধ করতে হবে। ইসলামে দেয়া ধর্ষণের শাস্তির আইন চালু না হলে যত আইনই করুন না কেন দেশ থেকে ধর্ষণ নির্মূল করা সম্ভব হবে না।
আজ শুক্রবার বাদ জুমা রাজধানীতে বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তব্যে তিনি একথা বলেন। খেলাফত ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মুফতি জাকির বিল্লাহর সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখছেন মুফতী সুলতান মহিউদ্দিন, মাওলানা সাইফুল ইসলাম ও ছাত্র নেতা শাহাদাত হোসেন প্রমুখ।