কাশ্মীর ইস্যুতে র‍্যাবের সতর্কবার্তা

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

আগস্ট ০৯ ২০১৯, ২০:০১

কাশ্মীর ইস্যুতে সতর্কবার্তা দিয়ে র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেন, কাশ্মীর ইস্যু ভারতের অভ্যন্তরীণ বিষয়। এ নিয়ে দেশের পানি ঘোলা করার চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

শুক্রবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে ঈদে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র‌্যাব মহাপরিচালক।

এসময় তিনি আরও বলেন, কাশ্মীর ইস্যুতে আমাদের কোনো মন্তব্য নেই। তবে দেশে আল্ট্রা ইসলামিস্টের সংখ্যা বেশি নয়। যারা রয়েছে তারাও ২৪ ঘণ্টা নজরদারিতে রয়েছে।

তিনি বলেন, যেহেতু কাশ্মীর বাংলাদেশের সমস্যা বা বিষয় নয়, তাই সেটি নিয়ে দেশে অনাকাঙ্ক্ষিতভাবে, অযাচিতভাবে ঝামেলা সৃষ্টির চেষ্টা করলে অবশ্যই কঠোর ব্যবস্থা নেয়া হবে।

সম্প্রতি র‌্যাব-৭ এর সাবেক অধিনায়ক (সিও) হাসিনুর রহমানের নিখোঁজের বিষয়ে র‌্যাব ডিজি বলেন, ‘বিষয়টি আমাদের নলেজে আছে। এ বিষয়ে কাজ করছি আমরা।