কাশ্মিরের স্বাধীনতা এবং ভূখন্ড রক্ষায় জাতিসংঘকে হস্তক্ষেপ করতে হবে

একুশে জার্নাল

একুশে জার্নাল

আগস্ট ১০ ২০১৯, ০৯:২৯

একুশে জার্নাল ডেস্ক: গত ৮ আগস্ট ২০১৯, কাশ্মিরে ভারতীয় হস্তক্ষেপের প্রতিবাদে লন্ডনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় । সভায় বক্তাগণ কাশ্মির পরিস্তিতি এবং ভারতের অন্যায় হস্তক্ষেপের বিরুদ্ধে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেন। তারা বলেন,মোদি সরকার কর্তৃক ৩৭০ ধারা বাতিল ভারতের সংবিধান এবং আন্তর্জাতিক আইনের লংঘন। কাশ্মিরীদের আত্মনিয়ন্ত্রনাধিকার ও জাতিসংঘের তত্বাবধানে গণভোটের চুক্তিকে অগ্রাহ্য করে কাশ্মিরের উপর কেন্দ্রীয় নিয়ন্ত্রন প্রতিষ্ঠা করা ও সেনাবাহিনী পাঠিয়ে রাজনৈতিক নেতৃবন্দসহ ব্যাপক গ্রেফতার,হত্যা ও নির্যাতন ভারতের আগ্রাসী সাম্রাজ্যবাদী চরিত্রকেই তুলে ধরেছে।
সলিডারিটি ফর হিউম্যান রাইটস এর উদ্যোগে সিনিয়র সাংবাদিক ও কমিউনিটি নেতা কে এম আবু তাহের চৌধুরীর সভাতিত্বে ও মাওলানা আব্দুল কাদির সালেহ এর সন্চালনায় অনুষ্ঠিত সভায় বত্তব্য রাখেন কোয়ালিশন ফর হিউম্যান রাইটস এন্ড ডেমোক্র্যাসীর চেয়ারম্যান ড: হাসনাত হোসাইন
এম বি ই, নিউহ্যাম কাউন্সিলের ডেপুটি স্পিকার ব্যারিস্টার নজির আহমদ, হিউম্যান রাইটস এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ড: এম এ আজিজ, সিনিয় সাংবাদিক আলী হোসাইন, সাবেক ছাত্র নেতা মাওলানা শওকত আলী, হেফাজতে ইসলাম নেতা মাওলানা হাসান নূরী চৌধুরী, আইনজীবি লিয়াকত সরকার, বাংলাদেশী মুসলিম কমিউনিটি ফোরাম ইউরোপ নেতা মাওলানা এফ কে শাহজাহান, সাংবাদিক আমিনুর রশীদ,সৈয়দপুর শামছিয়া সমিতির চেয়ারম্যান পীর আহমদ কুতুব, রাইট কনসার্ন এর চেয়ারম্যান
শফিক খান, খেলাফত মজলিস নেতা মাওলানা তায়ীদুল ইসলাম , মাওলানা দেলওয়ার হোসাইন, ইয়ূথ মজলিসের সাবেক সভাপতি শেখ মুশতাক আহমদ, কমিউনিটি এক্টিভিস্ট
রুকনউদ্দীন আহমদ, জমিয়ত নেতা হাফিজ হোসাইন আহমদ,
ও আলহাজ ফারুক মিয়া।

সভায় কাশমিরের জনগনের মুক্তি সংগ্রামের প্রতি সমর্থন জানানো হয় এবং শুক্রবার বাদ জুম্মা অনুষ্ঠিতব্য লন্ডনের আলতাব আলী পার্কের সমাবেশে যোগ দেয়ার জন্য সবার প্রতি আহবান জানানো হয় ।