কালপুরুষ। মনোয়ার শামসী সাখাওয়াত

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ফেব্রুয়ারি ২৮ ২০১৯, ১২:২৮

একথা তুমি কখনো যেও নাকো ভুলে
যে কখনো কখনো কৃষ্ণপক্ষে
কৃষ্ণগহ্বরের কাপুরুষও কালপুরুষ হয়ে উঠতে পারে।

ব্যাবুনের মত মুখব্যাদান করা বাংলাদেশও
কোনো একদিন বিলক্ষণ ব্রেভ নিউ বাংলাদেশ হয়ে উঠতে পারে।

অতিধূর্ত কিসিঞ্জার কথিত তলাবিহীন ঝুড়ি থেকেও
রঙিন স্বপ্নঘুড়ি আকাশপানে ডানা মেলতে পারে।

এই রূপসী বাংলার ঘুরে-দাঁড়ানো শ্বাসমূল বনে
সদ্যগজানো বেতসলতায় বেদনার্ত মুখ লুকোতে লুকোতে
অভিমানী কোনো কবি জীবনানন্দ হয়ে আবার ফিরে আসতে পারে।

মহাস্থানগড় আর মহানন্দায় স্বপ্নভেলা ভাসিয়ে
অপরাজিতা নারী বেহুলার মত ক্রন্দসী অথচ সাহসিনী হয়ে
স্বৈরিণী মর্ত্যলোকবাসিনী মনসার মন জয় করে
হাইজ্যাক-হওয়া স্বাধীনতা আবার ফিরিয়ে আনতে পারে।

স্রোতস্বিনী আকাবাঁকা নদীটির পলিমাটিমাখা তীরে
সোজন বাদিয়ার ঘাটে ময়ূরপঙ্খী নাওটি ভিড়িয়ে
গ্রামীন কোনো এক কবি নকশীকাঁথার মত মাঠের পাশে
আবার আমাদের সদ্য সবুজায়িত শ্যামল ফসলি জমিতে
নিমন্ত্রণ করে নস্টালজিয়ায় নিমজ্জিত করে দিতে পারে।

কোনো এক চন্দ্রগ্রস্ত পালাকার এই শ্রাবণ মেঘের দিনে
ব্রহ্মপুত্রের শীর্ণস্রোতে আর হাওরের কাকজলে স্বপ্নডিঙা ভাসিয়ে
আবার জোছনা ও জোনাকির অলৌকিক আলোতে
মনপবনের নাও নামিয়ে আর বর্ণিল পাল উড়িয়ে
সুরেলা কন্ঠে মৈমনসিংহ গীতিকা গেয়ে উঠতে পারে।

কোনো এক অকালপ্রয়াত তরুণ কবি আকুল প্রেমে
আবিষ্ট হয়ে তার অনামিকা প্রেমিকার উদ্দেশে
“ভালো আছি, ভালো থেকো” আবৃত্তি করতে করতে
আবার আমাদের আকাশের ডিজিটাল ঠিকানাতে
ইমেইল লিখতে ঐশী প্রেরণা দিতে পারে।

মানুষের সতত আর শত-সহস্র সম্ভাবনায় পরম বিশ্বাস হারালে
জেনে রেখো হে মানব, ক্ষমার অযোগ্য মহাপাপ হতে পারে।

প্রিয় বন্ধু আমার, সেকথা তুমি কখনো যেও নাকো ভুলে।