কাঁচা মরিচের কেজি ৭০০ টাকা

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুন ৩০ ২০২৩, ১৯:২৭

ঝালকাঠিতে লাগামহীনভাবে বাড়ছে কাঁচা মরিচের দাম। কেজি প্রতি বিক্রি হচ্ছে ৭০০ টাকায়। জেলার বিভিন্ন বাজারে ঈদের দিন প্রতি কেজি কাঁচামরিচ ৭০০ টাকায় বিক্রি হয়েছে, যা একদিন আগেও ৩০০ থেকে ৪০০ টাকা ছিল।

বৃহস্পতিবার (২৯ জুন) ঝালকাঠি শহরের বাজারগুলো ঘুরে এ চিত্র দেখা যায়।

বেশ কিছুদিন ধরেই লাগামহীন দেশের কাঁচা মরিচের বাজার। এতে বাজার নিয়ন্ত্রণে গত ২৫ জুন সরকার কাঁচা মরিচ আমদানির অনুমতি দেয়। তবুও কমছে না মরিচের দাম।

এবার বরিশালের ঝালকাঠিতে কাঁচা মরিচ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭০০ টাকায়। যা ক্রয়সীমার একেবারেই বাইরে বলে দাবি ক্রেতাদের। তারা বলেন, ঈদকে ঘিরে সিন্ডিকেটের দৌরাত্ম্যে এই অবস্থা।

বিক্রেতাদের ভাষ্য, ঈদের বাজারে পাইকারি ক্রয়মূল্য বেশি পড়ায় খুচরা বাজারে দাম বেড়ে গেছে। তবে সাধারণ ক্রেতারা বলছেন, ঈদকে ঘিরে এটি সিন্ডিকেটের দৌরাত্ম্য।

কাঁচাবাজার করতে আসা আকবর হোসেন বলেন, রান্নায় কাঁচামরিচ না হলেই নয়ম, কিন্তু বাজারে এসে ৭০ টাকায় ১০০ গ্রাম কিনলাম।