কর্ণফুলীতে জাতীয় ভোটার দিবস পালিত

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ০২ ২০২০, ২০:০০

মোহাম্মদ মহিউদ্দিন : ভােটার হয়ে ভােট দেব, দেশ গড়ায় অংশ নেব’ এ প্রতিপাদ্যে চট্টগ্রাম কর্ণফুলী উপজেলায় জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ২ মার্চ সোমবার সকালে কর্ণফুলী উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ হতে র‍্যালী বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।পরে উপজেলা পরিষদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মোঃনোমান হোসেনের সভাপতিত্বে

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কর্ণফুলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কর্মকর্তা আবদুল শুক্কুর।

অনুষ্ঠানে এই সময় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার বাবুল নাথ,প্রকৌশলী জয়শ্রী দে,মোহাম্মদ সালাম,সহ প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।

এ সময় বক্তারা বলেন, গত ২৬ জানুয়ারী চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সময় সূচির আইন সংশোধনসহ সংসদে ইতিমধ্যে পাস হয়েছে।এতে ভোটার তালিকা হালনাগাত কার্যক্রম ৩০ দিনের পরিবর্তে ৬০ দিন করা হয়।পাশাপাশি ভোটার তালিকা প্রকাশের সময়সূচী ২ জানুয়ারী থেকে ৩০ জানুয়ারী করার পরিবর্তে ২ জানুয়ারী থেকে ২ মার্চ করা হয়েছে।