করোনা ভাইরাস থেকে বাঁচতে দোয়া- তাওবার আহ্বান আল্লামা বাবুনগরীর

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ১০ ২০২০, ২৩:২৮

সম্প্রতি বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে ছড়িয়ে পড়া প্রাণঘাতি করোনা ভাইরাস থেকে বাঁচতে আল্লাহ তায়ালার নিকট দোয়া-কান্নাকাটি এবং গুনাহ ও জুলুম-অত্যাচার থেকে খাঁটি দিলে তাওবার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও হাটহাজারী মাদরাসার সহযোগী পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী৷

১০ ই মার্চ সোমবার সংবাদমাধ্যমে প্রেরিত এক বার্তায় তিনি এ আহ্বান জানান৷

করোনা ভাইরাস জাতীয় অন্যান্য মহামারী ও দূরারোগ্য ব্যাধি মূলত আল্লাহ তা’আলার পক্ষ থেকে গজব ও শাস্তি উল্লেখ করে আল্লামা বাবুনগরী বলেন,
বান্দা যখন আল্লাহ তা’য়ালার অবাধ্যতা, নাফরমানি আর গুনাহ বেশি করতে থাকে, তখন গুনাহ থেকে ফিরে আসার জন্য আল্লাহতায়ালা বিভিন্ন আজাবের মাধ্যমে বান্দাকে সতর্ক করেন। সম্প্রতি সময়ে বিশ্বে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস গুনাহেরই ফল।

তাই এ মহামারি থেকে বাঁচতে সর্বপ্রথম করণীয় হচ্ছে— নিজেদের কৃতকর্ম থেকে তাওবা করা এবং বেশি বেশি ইস্তেগফার করা এবং আল্লাহ তা’আলার আনুগত্যের দিকে ফিরে আসা। পরকালের আজাব গজবকে বিশ্বাস করা,পাঁচ ওয়াক্ত নামায পড়া।

তিনি আরও বলেন,এ ভাইরাস মহামারির আকার ধারণ করেছে। এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যাও বাড়ছে। তাই আমাদের উচিত এ আজাব থেকে বাঁচতে মহান প্রভূর দরবারে দোয়া-কান্নাকাটি ও খাঁটি দিলে নিজেদের পূর্বকৃত সব গুনাহ থেকে তাওবা করা এবং যাবতীয় গুনাহ ও অপকর্ম বর্জন করা।

আজ সর্বত্রই শুধু গুনাহ আর গুনাহ চলছে এমনটি দাবি করে আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেন, গান, বাদ্যবাজনা,বেপর্দা জেনা-ব্যভিচার, হত্যা-লুণ্ঠন,দুর্নীতি-চাঁদাবাজি,সুদ-ঘুষ,আত্মসাৎ,মদ-জুয়া, জুলুম-নির্যাতনসহ সব অন্যায় কাজে লিপ্ত থাকার দরুণ আজ এসব আজাব আসছে৷

গুনাহের জীবন পরিত্যাগ করে পুণ্যের জীবন গড়তে হবে এমনটি পরামর্শ দিয়ে আল্লামা বাবুনগরী বলেন, নিজের ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়- আন্তর্জাতিক মরিমণ্ডলসহ সর্বক্ষেত্রে গুনাহ থেকে আমাদের বেঁচে আল্লাহতায়ালার হুকুম, শরীয়তের এবং রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শমতে জীবন পরিচালনা করতে হবে৷

দেশের সব মানুষকে যেন আল্লাহতায়ালা এ ভাইরাস থেকে রক্ষা করেন তাই প্রতিটি মসজিদে ফজরের নামাযে কুনুতে নাজেলা পড়া এবং জুমার নামাজের পর দেশের প্রত্যেকটি মসজিদে বিশেষ দোয়া-মোনাজাতের আহ্বান জানান তিনি। এবং এ ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে সর্বদা পরিস্কার পরিচ্ছন্নতা থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের দিকনির্দেশনা মেনে চলার পরামর্শ দেন আল্লামা বাবুনগরী।

করোনা ভাইরাসে আক্রান্তদের দ্রুত পরীক্ষা-নিরীক্ষার জন্য ল্যাবরেটরি,বিভিন্ন সরঞ্জাম প্রস্তুত রাখা সহ উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান হেফাজত মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী।