করোনা দুর্বল ভাইরাসে পরিণত হয়েছে

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুন ৩০ ২০২০, ২০:৩৮

ডাঃ ইসমাইল আযহারী


ইতালি এবং আমেরিকার বিজ্ঞানীরা দাবী করেছেন, করোনা একটা দূর্বল ভাইরাসে পরিণত হয়েছে।

ইতালির বিজ্ঞানীরা বলেছেন, করোনা আগে যেভাবে খুব রিস্কি ছিলো, এখন সেইরকম আর নাই।
করোনা বাঘ থেকে বিড়ালে পরিণত হয়েছে।

ইতালিতে প্রথম দিকে যেভাবে বয়স্ক মানুষ আক্রান্ত হলেই মারা যেত এখন আর সেরকম হচ্ছে না, স্পাইক প্রোটিনে অনেক চেঞ্জ এসেছে।
তাই কো মরবিডিটি থাকা সত্বেও মৃত্যুর হার কমে এসেছে।

অপরদিকে আমেরিকার স্ট্যাটিসটিকস বিবেচনা করলে এইটা বুঝাটা আরেকটু সহজ হয়ে যায়। আমেরিকাতে প্রথম করোনা শনাক্ত হয় ২৯ ফেব্রুয়ারী। এখন মোট আক্রান্ত প্রায় ২৬ লাখের অধিক।

এই ২৬ লাখের মধ্য থেকে প্রথম ১৩ লাখ আক্রান্ত হয়েছে আড়াই মাসে। পরবর্তী ১৩ লাখ আক্রান্ত হয়েছে
লাস্ট দেড় মাসে। প্রথম ১৩ লাখের মধ্যে মৃত্যুর পরিমাণ ছিলো প্রায় ৮০ হাজার। পরবর্তী ১৩ লাখের মধ্যে আক্রান্ত হয়ে মারা গেছে ৫০ হাজারেরও কম (মাত্র ৪৮ হাজার)।প্রথম দিকের মৃত্যুর তুলনায় যা ৪০ শতাংশ কম।

এভাবে ইরানেও আক্রান্তের হার বেড়ে চলেছে। তবে মৃত্যুর হার কিন্তু কমেই চলেছে। এভাবেই প্রেডিক্ট করা যায়, অতি দ্রুত করোনা ভাইরাসের ভয়াবহতা কমে যাবে এবং এটা ফ্লু লাইক ভাইরাসে পরিণত হবে ইন শা আল্লাহ।

আমরা এও জানি, ১০০ জন করোনা আক্রান্ত হলে ৮০ জনের কোন উপসর্গই থাকে না, বাকি ২০ জনের মধ্যে উপসর্গ থাকলেও ১৫ জন বিনা চিকিৎসায় ভালো হয়ে যায় আর ৫% এর চিকিৎসা লাগে। তবে অতি দ্রুত সেই প্রকোপও কমে যাবে ইন শা আল্লাহ।


লেখক পরিচিতি:
ডাঃ ইসমাইল আযহারী
এম.বি.বি.এস (ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল)