করোনার লক্ষণ নিয়ে ভৈরবে ইতালি প্রবাসীর মৃত্যু

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ২৩ ২০২০, ১১:৪০

করোনার লক্ষণ নিয়ে কিশোরগঞ্জ জেলার ভৈরবে ইতালিফেরত একজনের মৃত্যু হয়েছে।

তিনি গত ২৮ ফেব্রুয়ারি দেশে ফিরেছিলেন।

গতকাল রোববার রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।

তার মৃত্যুর পর সেখানে ১০টি বাড়ির লোকজনের চলাফেরা সীমিত করা হয়েছে।

ভৈরব করোনা রোগ প্রতিরোধ কমিটির সদস্যসচিব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বুলবুল আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, মৃতের শরীরে করোনাভাইরাসের লক্ষণ ছিল।

কিশোরগঞ্জের পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ ডেইলি স্টারকে বলেন, ‘মৃত ব্যক্তি ইতালি থেকে গত ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশে আসার পর ১৪ দিন বাসায় ছিলেন। তার দু-একদিন পর তিনি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে চিকিৎসা নেন। কিছুটা সুস্থ হয় পরে বাসায় চলে যান।’

‘গতকাল হঠাৎ কার্ডিয়াক সমস্যা অনুভব করলে আবার তিনি হাসপাতালে যান এবং ডাক্তারদের পরীক্ষা-নিরীক্ষার সময় তিনি মারা যান।’

‘আমরা আইইডিসিআর কে জানিয়েছি’ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘তার স্যাম্পল সংগ্রহ করা হয়েছে। তার বাসা ও আশেপাশের কয়েকটি বাসার লোকজনের যাতায়াত সীমিত করেছি। আমরা খোঁজ নিচ্ছি মৃত ষাটোর্ধ্ব লোকটি আর কার সঙ্গে এই কয়দিন মিশেছেন।’

‘সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে’ যোগ করেন পুলিশ সুপার।