করোনার প্রাদুর্ভাবে ধ্বংসের মুখে টাঙ্গাইলের তাঁত শিল্প

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মে ২২ ২০২০, ০৪:১১

কাওসার আলী, টাঙ্গাইল প্রতিনিধি:

মহামারি করোনা ভাইরাসের কারণে শিল্প কারখানা সহ দেশের সকল প্রতিষ্ঠানে ক্ষয় ক্ষতির পরিমাণ অনেক বেশি। চলিত দুই মাস ধরে বন্ধ আছে টাঙ্গাইলের বেশ কয়েকটি তাঁত শিল্পের কারখানা। এতে ব্যবসায়ীদের যেমন ক্ষতির মুখে পড়তে হচ্ছে ঠিক তেমনি অভাবে দিন পার করতে হচ্ছে কর্মচারীদের।

সরজমিনে ঘুরে দেখা গেছে শতকরা ১০০℅ এর মধ্যে ৯০℅ তাঁত শিল্প কারখানা বন্ধ আছে। তাঁত মালিকরা জানান, করোনা ভাইরাসের কারণে সুতা থেকে শুরু করে কোনো কিছুই পাওয়া যাচ্ছে না। এতে আমরা কাপড় তৈরি করতে পারছি না। যানবাহন চলাচল বন্ধ থাকার কারণে এর সমস্যা আর বেশি দেখা গেছে।

তাঁত ব্যবসায়ী জুয়েল রানা জানান, ঈদের সামনে কাপড়ের চাহিদা অনেক বেশি থাকে। কিন্তু করোনা ভাইরাসের কারণে তা অনেক গুণ কমে গেছে। সুতার অভাবে কাপড় তৈরি করতে পারছি না এবং অনেক কর্মচারীরাও জানান কাজ না থাকায় পরিবার পরিজন নিয়ে অনেক কষ্টে দিন চলছে।

লকডাউনের কারণে বাহিরে গিয়েও কোনো কাজ করতে পারছি না। এভাবে চলতে থাকলে আমাদের না খেয়ে মরতে হবে। এই মহামারি করোনা ভাইরাস কত দিন থাকবে তাও সঠিক ভাবে বলা যাচ্ছে না।