করোনাভাইরাস: সিলেটের সকল পর্যটনকেন্দ্রে জনসমাগম নিষিদ্ধ

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ১৯ ২০২০, ১২:২৪

করোনাভাইরাসের কারণে সতর্কতা হিসেবে সিলেটের সকল পর্যটন কেন্দ্রে পর্যটক সমাগমে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বুধবার (১৮ মার্চ) থেকে এই নির্দেশনা জারি করে সিলেট জেলা প্রশাসন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবুল কালাম বলেন, ‘আমরা সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নির্দেশনা দিয়েছি, যাতে পর্যটন কেন্দ্রগুলোতে লোক সমাগম না হয়।’

সিলেট পর্যটনের জন্য বিখ্যাত। এখানে জাফলং, লালাখাল, পাংথুমাই, লোভাছড়া, উৎমাছড়া, বিছনাকান্দি, সাদাপাথরসহ বেশ কয়েকটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে প্রতিদিনই শত শত পর্যটক ঘুরতে যান। ফলে পর্যটকদের মাধ্যমে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা ছিল সচেতন মানুষদের মধ্যে।