করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১৪৮৩

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ফেব্রুয়ারি ১৪ ২০২০, ১৪:৪০

প্রাণঘাতী করোনাভাইরাসে চীনের হুবেই প্রদেশে একদিনে আরও ১১৬ জন মারা গেছেন। এ নিয়ে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৮৩ জনে।

শুক্রবার হুবেই স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার প্রদেশটিতে মারা গেছেন ১১৬ জন। এখানে নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও চার হাজার ৮২৩ জন। এ প্রদেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫১ হাজার ৯৮৬ জনে।

তবে মৃতের সংখ্যা বাড়লেও নতুনভাবে সংক্রমণের হার কমেছে।

এর আগে বৃহস্পতিবার প্রাণঘাতী করোনাভাইরাসে চীনে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৪২ জনের। যা একদিনের ব্যবধানে এ পর্যন্ত সর্বোচ্চ মৃত্যু।

এদিকে সিঙ্গাপুরে আরো দুজন বাংলাদেশির শরীরে নতুন করোনাভাইরাস বা কভিড-১৯ শনাক্ত হয়েছে। এর আগে দেশটিতে আরো দুই প্রবাসী বাংলাদেশির শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়। এদের মধ্যে প্রথম ব্যক্তি আইসিইউতে চিকিৎসাধীন।

সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এ তথ্য নিশ্চিত করে।