করোনভাইরাসের প্রাদুর্ভাব থেকে মুক্তির জন্য খেলাফত মজলিস ঢাকা মহানগরীর দোয়া মাহফিল

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুন ১২ ২০২০, ১৭:১৩

মহামারি থেকে মুক্তির জন্য পাপ, দুর্নীত ও অপরাধ থেকে মানুষকে তাওবাহ করতে হবে- মাওলানা মোহাম্মদ ইসহাক

একুশে জার্নাল ঢাকা: খেলাফত মজলিসের আমীর সাবেক মন্ত্রী অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, সব ধরণে মহামারি দুর্যোগ মানুষের হাতের কামাই। বর্তমানে চলমান করোনাভাইরাসের মহামারি থেকে মুক্তির জন্য বেশি বেশি তাওবাহ-ইস্তিগফার ও দোয়া করতে হবে। সকল প্রকার পাপ কর্ম, দুর্নীত ও অপরাধ থেকে মানুষকে তাওবাহ করতে হবে। আল্লাহর সাহায্য চাইতে হবে। যেখানে মানুষের প্রচেষ্টা ব্যর্থ সেখানে আল্লাহর সাহায্যই একমাত্র ভরসা। তাই একই সাথে করোনাভাইরাসের সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্য সচেতন হতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। করোনভাইরাসের সংক্রমণ থেকে দেশ জাতি ও বিশ্ববাসীর মুক্তি কামনায় খেলাফত মজলিস ঢাকা মহানগর শাখার উদ্যোগে আয়োজিত ভার্চুয়াল দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আজ ১২ জুন শুক্রবার সকাল সাড়ে ১০ টায় ঢাকা মহানগর ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ রিফাত হোসেন মালিকের সভাপতিত্বে জুম এ্যাপের মাধ্যমে আয়োজিত এ ভার্চুয়াল অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। ঢাকা মহানগর সাধারণ সম্পাদক মাওলানা আজীজুল হরে পরিচালনায় অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে যুক্ত ছিলেন সংগঠনের যুগ্মমহাসচিব মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন, এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, সাংগঠনিক সম্পাদক ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, অফিস ও প্রচার সম্পাদক অধ্যাপক মোঃ আবদুল জলিল, ঢাকা মহানগর সহসভাপতি মোঃ জহিরিুল ইসলাম, খন্দকার সাহাব উদ্দিন আহমদ, প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, অধ্যাপক মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার, এইচ এম হুমায়ুন কবির আজাদ, মুফতি আজীজুল হক, কাজী আরিফুর রহমান, হাজী হারুনূর রশীদ, মুফতি সাইফুল হক, মাওলানা ফারুক আহমাদ, মাওলানা সরদার নেয়ামত উল্লাহ প্রমুখ।

অনুষ্ঠানে করোনাভাইরাসের আক্রমন থেকে দেশ, জাতি, মুসলিম উম্মাহ ও বিশ্ববাসীর মুক্তির জন্য দোয়া-মুনাজাত পরিচালনা করেন আমীরে মজলিস সাবেক মন্ত্রী অধ্যক্ষ মাওলানা মোহাম্ম ইসহাক। দোয়ায় বিভিন্ন রোগে অসুস্থ হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ আহমদ শফী, গণস্বাস্থ্য কেন্দ্রের ডাঃ জাফরুল্লাহ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ডাঃ কে এম নজরুল হক, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা নূরুল আলম আল মামুন এবং করোনাআক্রান্ত সকল মানুষের আশু সুস্থতার জন্য বিশেষ দোয়া করা হয়।