কবিতা “বিবেক যখন নিশ্চুপ”

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ১২ ২০১৯, ০৯:৪৩

বিবেক যখন নিশ্চুপ
ফারজানা ইসলাম নিশি

হে মনুষ্য জাতি-
তুমাদের কাছে প্রশ্ন
তুমাদের বিবেক আজ নিশ্চুপ রয়েছে কেন?
পাতালোহের অভাব নাকি আকষ্মিকবোধতা?
দেশের স্বাধীনতা কেন আজ হারন ?

দেশের শাসনে আজ কেন মনুষ্য বিবেকহীন?
মন্দির, গির্জায় কেন আজ ভাংচুর?
মসজিদে কেন আগুন?
কোথায় আজ ন্যায়পরায়ণতা?

কোথায় আজ সেই তৃণমূলের শান্তির ধারা ?
বিদ্যাশ্রম কেন আজ মা -বাবার শেষ ঠিকানা?
পথে-ঘাটে নারী কেন আজ ধর্ষিতা?
প্রতিটি পথে পথে কেন, আজ কচিদের আনাগুনা?

কোথায় গেল ন্যায় বিচার?
কোথায় সেই বিবেকের আদালত?
কোথায় সেই একাত্তরের স্বাধীনতা?
বিলুপ্ত হয়ে যাচ্ছে কেন আজকের মানবতা?

হে বিবেক জেগে উঠো জেগে উঠো,
রণতরীর নিশান গড়ো।
রুখে দাঁড়াও রুখে দাঁড়াও
বেহুশুরের আওয়াজ কমাও।

জাগো জাগো বিবেক জাগো
নিকৃষ্ট অত্যাচার বন্ধ করো।
অসাধুর হাতের ক্ষমতা কারো
সার্বভৌমত্ব রক্ষা করো।

তেপান্তরে সৈনিক গড়ো
বিবেক নিয়ে কাজ করো।
সন্ত্রাসীকতা দুর হোক
সকল জাতি নিরব হোক।

হে নবীন হে প্রবীণ,
বিবেকের আদালত গড়ো নিরপেক্ষহীন।